adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ধ্বংসের মুখে দেশটি, ধেয়ে আসছে লাভা!

1438876709indonasia-mtnews24আন্তর্জাতিক ডেস্ক : ধ্বংসের মুখে দেশটি, ধেয়ে আসছে লাভা! ফের আগ্নেয়গিরি উদগীরণের এমন আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।  বৃহস্পতিবার থেকেই ইন্দোনেশিয়া সরকারের তরফে বালি বিমানবন্দরে সতর্কবার্তা পাঠানো হয়েছে।

ইন্দোনেশিয়ার পরিবহনমন্ত্রীর মুখপাত্র জে এ বারাতা জানিয়েছেন, আগ্নেয়গিরির মুখে ছাই উড়তে দেখা গেছে।  যেকোনো মুহূর্তে তার ভেতরের গলিত লাভা বাইরে বেরিয়ে আসতে পারে।

বৃহস্পতিবার গভীর রাত থেকেই বেশ কয়েক ঘণ্টার জন্য বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ করে দেয়া হতে পারে।  এ নিয়ে গত দু’সপ্তাহের মধ্যে চারবার আগ্নেয়গিরির জন্য বিমানবন্দর বন্ধ রাখতে হচ্ছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া দফতর জানিয়েছে, আগ্নেয়গিরির উদগীরণ সাধারণত ৭০০ থেকে ৮০০ মিটার উচ্চতা পর্যন্ত হয়ে থাকে।  তবে এেেত্র দেখে মনে হচ্ছে, তা ১০০ মিটার উচ্চতা ছাড়িয়ে যেতে পারে। সে কারণেই বাড়তি সতর্কতা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া সরকার।  সূত্র : কলকাতা২৪

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া