adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হরতালে চিন্তিত মেলার ব্যবসায়ীরা

image_76064_0ঢাকা: জমে উঠেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার ১৯তম আসর। মেলা শেষ হতে আর মাত্র ৫ দিন বাকি। ক্রেতাদের চাপে ব্যবসায়ীরা দম ফেলার সময় পাচ্ছে না।

ঠিক এই সময়ে জামায়াতের হরতালে চিন্তিত হয়ে পড়েছেন বাণিজ্য মেলার ব্যবসায়ীরা। মেলার ব্যবসায়ীদের সাথে কথা বলে এ তথ্য জানা যায়।

ব্যবসায়ীদের মতে, মেলার আর কয়েকটি দিন মাত্র বাকি। এই সময়টাতে অন্যান্য বছরের মত এবারও জমে উঠেছে মেলা। প্রচুর ক্রেতা এখন মেলায় আসছে। এ সময়ে একদিন হরতাল মানে ব্যবসায়ীদের বিশাল ক্ষতি।

মেলায় সজিব পার্কের প্যাভিলিয়নে কর্মরত এক হাসানুল হক বাংলামেইলকে বলেন, ‘এমনিতেই দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতায় ব্যবসা বাণিজ্যের বারোটা বেজে গেছে। এ সময়টাতে তো আমরা সর্বোচ্চ বেচাকেনা করবো। এই সময়ে হরতাল কোনভাবেই মেনে নেয়া যায় না।’

ইউনাইটেড গ্রুপের ম্যানেজার মো. রেজাউল ইসলাম বলেন, ‘এখন হরতাল মানে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হবে, বিশেষ করে যারা মেলায় আছে। কাল তো লোকই আসবে না। এ সময়টাতে আমরা একটু বসার সময় পাই না।’

মেলায় দায়িত্বপ্রাপ্ত রপ্তানি উন্নয়ন ব্যুরোর সদস্য সচিব ড. বিকর্ণ কুমার ঘোষ বাংলামেইলকে বলেন, ‘মেলার এই সময়ে হরতাল ব্যবসায়ীদের বেশ ক্ষতির মুখে ফেলবে। আমরা এখনো চাই যারা হরতাল দিয়েছে তারা যেন তা প্রত্যাহার করে।’

এদিকে হাতিলের কো-অর্ডিনেটর অরুন মজুমদার বলেন, ‘হরতাল আমাদের টার্গেট পূরণে অনেক পিছিয়ে দেবে। যদিও এক দিন হরতাল, কিন্তু এই মুহুর্তে তো মেলা পুরোদমে জমে উঠেছে। একদিনের এই হরতালই বড় ক্ষতি করবে সব ব্যবসায়ীদের। এ ধরনের কর্মসূচি প্রত্যাহার করা উচিত।’

ব্যবসায়ীরা এই মুহুর্তে হরতালের মত যে কোন ধরণের ধ্বংসাত্বক রাজনৈতিক কর্মসূচি থেকে মুক্তি চায়। এ ধরণের কর্মসূচি ব্যবসায়ীদের পেছনের দিকে ঠেলে দেবে বলেও তার মনে করছে। কারণ বিগত সময়ের রাজনৈতিক অস্থিরতায় ব্যবসা বাণিজ্যের যে ক্ষতি হয়েছে তা কিছুটা হলেও পুষিয়ে নিতেই মেলায় আসা বলে জানান তারা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া