adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ড. সনজয় চক্রবর্তীর কবিতা

শ্রাবণীর চোখে জল
কোন এক আষাঢ়ের মঙ্গলবারে

বিকেল গড়িয়ে সন্ধ্যে হলো আজ, প্রতিদিনকার মতো চায়ের কাপ হাতে নিয়ে বসে আছি শ্রাবণীর সাথে বিকেলটা গল্প করে কাটাবো বলে,

জানালার পাশে বৃষ্টির শব্দ মনকে কিছুটা উদাস করে দৃষ্টি বার বার আকাশ পানে নিয়ে যাচ্ছে আর মনে করিয়ে দিচ্ছে, এইতো সেই আমাদের ছোট কক্ষের জানালা;

যার সামনে বসে কত কথা বলেছি শ্রাবণীর সাথে মনের আনন্দে, আজ সেই জানালার পাশে সে বসে কাঁদছে, আমি কি বুঝেছি সে সীমাহীন কষ্ট?

শ্রাবণীকে বারবার জিজ্ঞেস করেছি, কি তোমার কষ্ট, সে বলে তুমি বুঝবেনা, আমাকে নাকি বুঝানো সম্ভব নয়, জানিনা নারী হৃদয়ের সে ব্যথা কেন বুঝবার নয়।

বৃষ্টির জল সিক্ত মাটির বুকে কেমন যেন শব্দ হচ্ছে, আর শ্রাবণীর চোখের জল একাকার হয়ে কেমন যেন যন্ত্রণারূপ এক সুখের আবেশ অনুভব করছি।

শ্রাবণী, তুমি এতই ভালোবেসেছো? কোন বিষয়টি তোমাকে এতটুকু ভাবিয়ে তুলেছে, আর ব্যথাতুর হৃদয়ে তুমি কাঁদছো? দিচ্ছনা তাও বুঝতে আমায়।

আকাশ কাঁদে আর সাথে শ্রাবণীও, দুজনার মাঝে অদ্ভুতভাবে অমিলের মাঝে মিল, একজন কষ্টে আর একজন প্রকৃতির নিয়মে অথচ দুজনেই রিক্ত হয়ে করছে অন্যকে সিক্ত।

শ্রাবণী, যে মুখে একদিন হাসির জোয়ার বইতো, আজ কেন আনন্দের দুয়ার ভেঙ্গে অনলের মতো তুমি পুড়ছো? কি এমন ব্যথা পেয়েছো বেদনায় এমন জ্বলছো।

শ্রাবণী, তোমার বুকে যেন আজ হানছে দুখের বাজ, মনেতে দুখের অগ্নি নিয়ে আজ হাসছো, গাইছো আর খেলছো, তারপরও পুরো বুকের মাঝে আগলে ধরে আছো আমাকে।

শ্রাবণী, নিজেকে কষ্টে রেখে দুখের সাগরে আজ কি টানছো সুখের তরী? হৃদয়হীনেরে দিয়েছো হৃদয়, পাষাণে ঢেলেছো অশ্রু আর সেই পাষাণেই আজ অশ্রু টলমল।

স্মার্টনেস

স্মার্টনেস মানে পুরুষদের প্যান্টগুলো এমনভাবে পরা নয়,

পশ্চাৎ অংশ সকলের দৃষ্টিগোচরে আসা।

স্মার্টনেস মানে পুরুষের হাতে বালা বা কানের দুল পরা নয়,

তাঁর নিজের স্বভাবজাত বৈশিষ্ট্যকে বিকৃত করে তোলা।

স্মার্টনেস মানে নারীর এমন কোন পোশাক পরিধান করা নয়,

নারীর সৌন্দর্য্যকে ফুটিয়ে না তুলে অন্যকে বিব্রত করা।

স্মার্টনেস আসলে পোষাকে নয়,

এটি মানুষের বিজ্ঞজনোচিত কাঙ্খিত আচরণ ও ব্যাবহারের স্বকীয়তাকে বিকশিত করা ।

স্মার্টনেস মানে সারাদিন ফেসবুকে চেটিং নয়,

স্মার্টনেস হলো ফেসবুকের সৃস্টিকে যোগাযোগের মাধ্যম করে তোলা।

স্মার্টনেস মানে কাজের জন্য মোবাইল ব্যাবহার করে মা-বাবা বা অন্যের মুখাপেক্ষী হয়ে থাকা নয়,

স্মার্টনেস হলো মোবাইল টেকনোলজি ব্যবহার করে নিজের কাজ নিজে করতে শেখা।

স্মার্টনেস মানে নারীবাদী কথা বলে নিজেকে প্রচার করে নারীদের ছোট করা নয়,

স্মার্টনেস হলো দুজন অবহেলিত নারী বা পুরুষের সেবা করা।

স্মার্টনেস মানে গাড়ী করে সন্তান কে স্কুলে নিয়ে অপদার্থ বানানো নয়,

স্মার্টনেস হলো সম্ভব হলে হাটিয়ে স্কুলে নিয়ে গিয়ে সন্তানকে ঘাতসহ করে তোলা।

স্মার্টনেস মানে রেস্টুরেন্টে বা বাড়িতে বেশি খাবার খাইয়ে বেঢপ সাইজের হয়ে যাওয়া নয়,

স্মার্টনেস হলো ভালো বা পুস্টিকর কম খাবার খেয়ে নিজেকে সুস্থ রেখে অন্যকে খাবার খেতে সাহায্য করা।

স্মার্টনেস মানে বন্ধুকে রেস্টুরেন্টে বা কোন কিছুতে খরচ বাড়িয়ে বিব্রত করা নয়,

স্মার্টনেস হলো বন্ধুর খরচ কমিয়ে প্রিয়জন বা গরীবদের সাহায্য করার জন্য উদ্বুদ্ধ করা।

স্মার্টনেস মানে স্বামী বা বন্ধুকে গেয়ো বলে গালি দিয়ে আহংকার করা নয়,

স্মার্টনেস হলো সকলকে সন্মান করে নিজেকে আরো বড় করে তোলা।

স্মার্টনেস মানে পিতার সম্পদের বাহাদুরি করে পিতা সহ নিজেকে ছোট করা নয়,

স্মার্টনেস হলো অর্জিত জ্ঞান বুদ্ধি ও দক্ষতায় পিতাকে নিজে অতিক্রম করে সমাজের কাছে বড় করে তোলা।

স্মার্টনেস মানে সন্তান বা বাবা মাকে বন্ধু বানিয়ে যা খুশি তা বলা বা করা নয়

স্মার্টনেস মানে সন্তান বা বাবা-মায়ের সাথে বন্ধুর মতো ব্যাবহার করে সহনীয় পরিবেশ তৈরি করা।

স্মার্টনেস মানে সামান্য দুরত্বে গাড়ী ব্যাবহার করে বড়লোকি দেখানো নয়,

স্মার্টনেস হলো হাটার পথে কখনো গাড়ী ব্যাবহার না করে হেটে পথ চলা।

স্মার্টনেস মানে প্রতি কথায় প্রতিবাদ করে নিজেকে প্রতিবাদী বা আমি কাউকে ছেড়ে দিয়ে কথা বলিনা বলে আন্যায় করা নয়,

স্মার্টনেস মানে অন্যায় কথা শুনে প্রতিবাদ না করে বরং অন্যায় না করতে উদ্বুদ্ধ করা।

স্মার্টনেস মানে সন্তানের সববোঝা কাঁধে নিয়ে তাঁকে যুগের জন্য অনুপযোগী করে তোলা নয়,

স্মার্টনেস হলো সন্তানের কাজ সন্তানকে দিয়ে করিয়ে উপযুক্ত করে গড়ে তোলা।

স্মার্টনেস মানে ভালোদিনে প্রয়োজনে অপ্রয়োজনে ফোন করে খবর নেয়া নয়,

স্মার্টনেস হলো বিপদের দিনে ফোন করে বলা আমি কোন উপকারে আসতে পারি কি?

স্মার্টনেস মানে ভালোবাসার মানুষের সাথে স্মার্টভাবে কপটতা নয়,

স্মার্টনেস হলো ভালোবাসার মানুষটিকে বিপদের দিনে বুকে বা কাছে টেনে নেয়া।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া