adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে চব্বিশ দিনে ২৭২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘন্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) করোনা ইউনিটে ১৯ জন মৃত্যুবরণ করেছেন। এদের পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

এর আগে রবিবার ঢামেকের করোনা ইউনিটে ১৬ জন মৃত্যুবরণ করে। ২ মে থেকে শুরু হওয়া করোনা ইউনিটে সোমবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ২৪ দিনে মোট ২৭২ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে ৫৭ জন করোনা আক্রান্ত হয়ে মারা যান এবং অন্যরা করোনা উপসর্গ নিয়ে মারা যান।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, করোনা ইউনিটে কোভিড-১৯ পজিটিভ রোগী ছাড়া উপসর্গ আছে এমন রোগী, নিউরো সার্জারি, অর্থোপেডিক্স, শিশু বিভাগের রোগীরাও চিকিৎসা পাচ্ছেন। এমনকি করোনা আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীদের চিকিৎসা দেওয়া হয়। তাই অনেক সাধারণ রোগী আছেন বিভিন্ন হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে শেষ মুহূর্তে ঢামেকে আসেন। যখন আসে তখন চিকিৎসকদের আর কিছু করার থাকে না।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ এমন দাবি করলেও করোনা ইউনিটে চিকিৎসা নিতে আসা রোগী, রোগীর স্বজন, মৃত রোগীর স্বজনরা ভিন্ন অভিযোগ করছেন।

এখানে আসা গুরুতর অসুস্থ অনেক রোগী সময়মতো সেবা পান না বলেও কেউ কেউ অভিযোগ করেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া