adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাঙালির মাথা বিক্রি হয় না

08ডেস্ক রিপোর্ট :সংবিধান বিশেষজ্ঞ ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশের জন্য উজ্জ্বল ভবিষ্যত্ অপেক্ষা করছে। তরুণ প্রজন্ম একাত্তরের মতোই আবারও ভূমিকা রাখবে। গতকাল বিকালে জাতীয় প্রেসক্লাবে নাগরিক শোকসভায় এসব কথা বলেন তিনি। গণফোরামের সাবেক সভাপতি পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আবুল কাসেম ও সাবেক দফতর সম্পাদক নওয়াব আলী স্মরণে এ শোকসভার আয়োজন করা হয়। ড. কামাল বলেন, আবুল কাশেম ও নওয়াব আলী যে নীতিতে রাজনীতি করেছেন আমিও সেই নীতিতে রাজনীতি করব। তিনি বলেন, জনগণের জন্য স্বার্থহীনভাবে লড়াই করাই রাজনীতির সংজ্ঞা হওয়া উচিত। কিন্তু মানুষ আজ রাজনীতিবিমুখ হয়ে গেছে। গরু-ছাগলের মাথা বিক্রি হয় কিন্তু বাঙালির মাথা বিক্রি হয় না উল্লেখ করে এই সিনিয়র আইনজীবী বলেন, যারা মাথা বিক্রি করছেন তারা কিছু পাওয়ার জন্য আর কিছু হওয়ার জন্য করছেন। তাই আগে যাদের কিছুই ছিল না তারা আজ কোটি টাকার মালিক। সাম্প্রদায়িকতা জঘন্য জিনিস উল্লেখ করে ড. কামাল বলেন, ধর্ম ব্যবহার করে মানুষের ওপর অত্যাচার করা ধর্মের অপব্যবহার করা। এটা স্বাধীনতার লক্ষ্য ছিল না বলেও মন্তব্য করেন তিনি। এই রাজনীতিক আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় তরুণ প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আবার তারা জেগে উঠবে। ইঞ্জিনিয়ার আবুল কাসেম ও নওয়াব আলী স্মরণে তিনি বলেন, এরা প্রেরণার উত্স। ইচ্ছা করলে তারা কয়েকবার মন্ত্রী হতে পারতেন কিন্তু এমনটি করেননি। শোকসভায় আরও বক্তব্য দেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ সম্পাদক খালেকুজ্জামান, গণফোরাম সহ-সভাপতি সুব্রত চৌধুরী, ইঞ্জিনিয়ার আবুল কাসেমের সহধর্মিণী অধ্যাপক বিলকিস বানু, নওয়াব আলীর সহধর্মিণী রহিমা খাতুন প্রমুখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া