adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সড়কপথে যাত্রী পরিবহনে চার দেশের চুক্তি ১৫ জুন

1432813968নিজস্ব প্রতিবেদকঃ দক্ষিণ এশিয়ার চার দেশ বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে সড়কপথে যাত্রী পরিবহনে ‘ইউরোপের আদলে’ চুক্তি হচ্ছে বলে জানিয়েছেন সেতু ও সড়ক পরিবহণমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের এক সভায় তিনি জানান, এই চুক্তি করতে ১৪ জুন ভুটানের রাজধানী থিম্পুতে চার দেশের সচিব পর্যায়ের বৈঠক হবে। ১৫ জুন মন্ত্রী পর্যায়ের বৈঠকে স্বাক্ষর হবে ‘মটর ভেহিকল ট্রান্সপোর্ট এগ্রিমেন্ট’।

মন্ত্রী বলেন, “ইউরোপীয় ইউনিয়নের আদলে এই চার দেশের মধ্যে চুক্তি হবে। এই চুক্তির ফলে চার দেশের যাত্রী পরিবহন যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে এবং অতি দ্রুত তা বাস্তবায়ন হবে।”

তবে এই ব্যবস্থা পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে জানান তিনি।  

বর্তমানে সড়ক পথে নেপাল বা ভুটানের সঙ্গে বাংলাদেশের সরাসরি কোনো যোগাযোগ নেই। তবে সীমান্তে গিয়ে গাড়ি বদলে ভারত হয়ে নেপাল বা ভুটানে যাওয়া যায়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া