adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভাইরাল রানুকে লতা মঙ্গেশকর -নকল করা শিল্প নয়

বিনোদন ডেস্ক : নকল করাটা কোনও শিল্প নয়। নকল করে সাফল্য দীর্ঘস্থায়ী হয় না। তাঁর গান হোক বা কিশোর কুমার বা মহম্মদ রফি বা মুকেশ বা আশা ভোঁসলের গান গেয়ে কেউ কিছুদিনের জন্য নাম করতে পারেন। কিন্তু বেশি দিনের জন্য নয়।

ভারতীয় গণমাধ্যম আইএএনএস’কে এমনই জানালেন ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র কিংবদন্তী লতা মঙ্গেশকর।

এদিকে গানটি ভাইরাল হওয়ার পর থেকেই রানু মণ্ডলের গলাকে তুলনা করা হচ্ছিল ভারতের সুর সম্রাজ্ঞি লতা মঙ্গেশকরের সঙ্গে। কিন্তু লতা মঙ্গেশকরের মতো একজন বিখ্যাত শিল্পীর সঙ্গে রানুর তুলনা কতটুকু যৌক্তিক, এমন প্রশ্নও ওঠেছিল বিভিন্ন মহলে। বিষয়টি নিয়ে এবার লতা মঙ্গেশকর নিজেই মুখ খুলেছেন।

তিনি বলেন, এত জন আমার গানগুলো এত সুন্দর করে গায়। তবে সাফল্যের প্রথম ঝলকের পরে তাদের মধ্যে কতজনের কথা মানুষ মনে রাখে? প্রথমে সফলতা পাওয়া সহজ। কিন্তু তা ধরে রাখাই আসল। আমার চেনা শুধুমাত্র সুনিধি এবং শ্রেয়া ছাড়া আর কাউকেই কি সেভাবে মনে রেখেছে?

৯০ বছরের লতা মঙ্গেশকরের পরামর্শ প্রথমে চাইলে কেউ তাঁর গান নকল করে গাইতেই পারেন। কিন্তু এক সময়ে তাঁকে তাঁর নিজস্বতা দেখাতে হবে। তাঁকে অরিজিনাল গান গাইতে হবে। তাকে চিরকালীন করে দিতে হবে। তবেই আসবে প্রকৃত সাফল্য।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2019
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া