adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নেত্রকোনায় মাইক্রোবাস চালককে হত্যা মামালায় ৪ জনের মৃত্যুদণ্ডের আদেশ

ডেস্ক রিপাের্ট : নেত্রকোনায় মাইক্রোবাস চালককে হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- হাছেন আলী, মুন্না, আব্দুল মালেক ও সেলিম সরকার। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মামলার অপর আসামি সাবিনা ইয়াসমিনকে খালাস দিয়েছেন আদালত।

জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট সাইফুল আলম প্রদীপ জানান, ২০১৩ সালের ১৬ জানুয়ারি নেত্রকোনা সদর উপজেলার বিচিপাড়া গ্রামের মাইক্রোবাস চালক সোলেমানকে যাত্রী সেজে আসামিরা নিয়ে যায়। পরে তাকে হত্যা করে মাইক্রোবাসটি ছিনতাই করে। ঘটনার পর গাজীপুরের হোতাপাড়া এলাকা থেকে সোলেমানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরবর্তীতে একই বছরের ১৮ জানুয়ারি নিহতের ভাগিনা নুরুল আমীন বাদী হয়ে পাঁচজনকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলাটির তদন্ত শেষে ২০১৪ সালের ২৬ মার্চ চার্জশিট দাখিল করলে ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া