adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘সরকার যেই হোক, সুন্দরবন ধ্বংস করে কোনো প্রকল্প নয়’

image_68170_0ঢাকা: তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেছেন, ‘সরকার যেই হোক, কোনো অজুহাত বা সুযোগে সুন্দরবন ধ্বংস করে, বঙ্গোপসাগর দখল করে এবং উত্তরাঞ্চল ধ্বংস করে দেশি-বিদেশি লুটেরাগোষ্ঠীর স্বার্থে কোনো প্রকল্প করতে দিতে পারি না। দেশপ্রেমিক কোনো মানুষই এ ধরনের ধ্বংসযজ্ঞকারী প্রকল্প বরদাস্ত করতে দেয়া হবে না।’

বৃহস্পতিবার বিকেলে ৩টায় পুরানা পল্টনের মুক্তিভবনের প্রগতি সম্মেলন কক্ষে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে ‘ভারতের উন্মুক্ত খনি ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের অভিজ্ঞতা এবং ফুলবাড়ী ও রামপাল আন্দোলন’ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে আনু মুহাম্মদ এ কথা বলেন।

আনু মুহাম্মদ বলেন, ‘ভারতের ঝাড়খন্দ, উত্তর প্রদেশ ও মধ্য প্রদেশের উন্মুক্ত খনি ও কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের অভিজ্ঞতা থেকে এটা স্পষ্ট হয়েছে যে ওই অঞ্চলের পাথুরে মাটি, কম পানি ও কম জনবসতি সত্ত্বেও ওইসব অঞ্চলে মানুষ ও পরিবেশ যেভাবে পানি শূন্যতা, কাজের অভাব, শিক্ষা-স্বাস্থ্য বিপর্যয় এবং এসব কারণে সেখানে অকাল মৃত্যু, জন্মগত পঙ্গুত্ব বাড়ছে তাতে বাংলাদেশে এ ধরনের প্রকল্প কল্পনা করা যায় না।’

জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘বর্তমান অবস্থাদৃষ্টে দেখা যাচ্ছে, ক্ষমতায় বা ক্ষমতার পালাবদলে যারা থাকবেন বা আসবেন এদের অবস্থান হবে জনস্বার্থবিরোধী। তাই আন্দোলন অব্যাহত রেখে দেশ ও দেশের সম্পদ রক্ষা করতে হবে।’ তিনি জাতীয় কমিটির ৭ (সাত) দফা বাস্তবায়ন করে দেশের বিদ্যুৎ সমস্যা সমাধানসহ জাতীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।

জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- রুহিন হোসেন প্রিন্স, জাতীয় কমিটির সংগঠক নুর মোহাম্মদ, বজলুর রশীদ ফিরোজ, আব্দুস সাত্তার, নাসির উদ্দিন নসু, জাহিদুল হক মিলু, সুবল সরকার, শামছুল আলম, ফখরুদ্দিন কবির আতিক, নাসরিন সিরাজ এ্যানি প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া