adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সহিংসতার ভিডিও দেখলো ইউরোপীয় পার্লামেন্ট

EU_thereport24ডেস্ক রিপোর্ট : চলমান সহিংসতা কবে এবং কীভাবে শেষ হবে— বাংলাদেশ সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বিষয়টি জানতে চেয়েছেন। এ ছাড়া বৈঠকে সন্ত্রাসবাদ, রোহিঙ্গা শরণার্থী, রানা প্লাজা ও এনজিওর অর্থ সংক্রান্ত আইনের সংশোধন বিষয়ে আলাপ হয়েছে।
বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘তারা (ইউরোপীয় পার্লামেন্ট) জানতে চেয়েছেন, বর্তমান সহিংসতা কবে শেষ হবে, কীভাবে শেষ হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলেছি, সরকার জনগণকে সঙ্গে নিয়ে তৃণমূল পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীও সজাগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতিতে মহাসড়কগুলো চালু হয়েছে। ব্যবসা-বাণিজ্যে স্বাভাবিকতা ফিরে আসছে। প্রতিমন্ত্রী ঢাকা শহরে আজ থেকে কয়েক বছর আগের হরতালের চিত্র এবং বর্তমান হরতালের চিত্রের একটি তুলনামূলক পার্থক্য প্রতিনিধি দলকে দেখান। শাহরিয়ার আলম বলেন, ‘তারা (প্রতিনিধি দল) বুঝতে পেরেছেন যে, বাংলাদেশের জনগণ হরতাল চায় না।’

ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা চলমান সহিংসতায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কিছু বলেছেন কিনা— এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘মানবাধিকার বিষয়ে বিন্দুমাত্র কোনো উদ্বেগ তারা দেখায়নি।’
তিনি বলেন, ‘আমরা যখন সন্ত্রাসবাদ নিয়ে আলাপ করি, তখন বিএনপি-জামায়াত ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের আন্দোলন প্রসঙ্গ টেনে তাদের প্রতি সহমর্মিতা জানায়। কিন্তু ওই সময় বিএনপির নেতাকর্মীরা যে ডাক দিয়েছিলেন তাতে যে কেউ সাড়া দেয়নি, সে বিষয়টিও আলোচনায় উঠে এসেছে।’
শাহরিয়ার আলম বলেন, ‘সরকারের পক্ষ থেকে স্বপ্রণোদিত হয়ে বিএনপি-জামায়াতের সহিংসতার ভিডিও ও তথ্যচিত্র প্রতিনিধি দলকে দেখানো হয়েছে।’
তিনি বলেন, ‘ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা বিএনপিকে জামায়াতের সঙ্গ ত্যাগ করার জন্য বলেছেন। তারা জানিয়েছেন, জামায়াতের সঙ্গ ছাড়ার বিষয়টি তারা অব্যাহতভাবে বিএনপিকে বলে যাবেন। প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বৈঠকের মূল বিষয়বস্তু সম্পর্কে বলেন, তাদের মূল মনোযোগ ছিল রানা প্লাজার দুর্ঘটনার পর দেওয়া কমিটমেন্ট কতটুকু পূরণ হয়েছে। আমরা এ বিষয়ে তাদের মতামত জানতে চেয়েছি। কারণ আমরা কোনো পক্ষ নেই। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে শ্রমিকদের দেখভাল করা। তারা বলেছে, কয়েকটি সাইট তারা ভিজিট করে এ বিষয়ে উন্নতি দেখে খুশি হয়েছেন, আশ্বস্ত হয়েছেন। লেবার ‘ল’ বিষয়ে কমিটমেন্ট ছিল। বিশেষ করে ইপিজেডে শ্রমিক ইউনিয়ন চালুর অগ্রগতির বিষয়ে তারা জানতে চেয়েছেন। আইনটি সংশোধনের পাশাপাশি কিছু বিধিমালা সংশোধনের কাজ চলছে, আমরা প্রতিনিধি দলকে তা জানিয়েছি।
রোহিঙ্গা শরণার্থীদের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘দলটি মিয়ানমারের রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে এ বিষয়ে আলাপ করেছেন। সামনে আরও আলাপ হবে। এ প্রসঙ্গে বাংলাদেশ সরকারের জাতীয় নীতির বিষয়ে তাদের জানানো হয়েছে।’ এনজিও অর্থ সংক্রান্ত আইন সংশোধন বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের এনজিওগুলো কোথা থেকে তহবিল (অর্থ) যোগাড় করে, কীভাবে খরচ করে— এ বিষয়ে তারা জানতে চেয়েছেন। আমরা তাদের জানিয়েছি, সরকারের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জঙ্গি অর্থায়ানের বিষয়ে সরকার কাজ করছে। গত পাঁচ বছরে জঙ্গি দমন বিষয়ে সরকারের সাফল্য তাদের জানানো হয়েছে। এনজিও অর্থায়ন সংক্রান্ত আইনটি সরকার সংশোধন করছে। কারণ আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলো দেশের এনজিওগুলোকে ব্যবহার করে অনেক অপকর্ম করে থাকতে পারে। এ ব্যাপারে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে আইনটি সংশোধন করছে সরকার।’

প্রসঙ্গত, মানবাধিকার ও গণতন্ত্রের চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার সংক্রান্ত উপ-কমিটির চার সদস্যের একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশ সফর করছেন। ক্রিস্টিয়ান ড্যান প্রিদা প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। বাকিরা হলেন— ক্যারোল কারস্কি, ইলিনা ভেলেন্সিয়ানো ও জোসেফ ওয়াইডেনজার। এ ছাড়া বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলাম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বৈঠকে উপস্থিত ছিলেন। এর আগে, মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টের দলটি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া