adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুপার লিগের সিডিউল ঘোষণা

image_55214_0ঢাকা:  বুধবার থেকে মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আকর্ষণীয় পর্ব সুপার লিগ। গাজী ট্যাঙ্ক, প্রাইম দোলেশ্বর, মোহামেডান, শেখ জামাল, প্রাইম ব্যাংক ও কলাবাগান সুপার লিগে প্রতিদ্বন্দ্বিতা করবে।



সিসিডিএম আজ সুপার লিগের তিন পর্বের সিডিউল ঘোষণা করেছে। তিন পর্বে মোট ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০-২৩ নভেম্বর পর্যন্ত। যদিও ব্রাদার্স-শেখ জামালের ম্যাচ নিয়ে ঝামেলা তৈরি না হত তাহলে দুই দিন আগেই সুপার লিগের সিডিউল ঘোষণা হয়ে যেত। দ্বিতীয় দফায় ব্রাদার্সকে হারিয়ে শেখ জামাল সুপার লিগের টিকিট কেটেছে। কাল তিন ভেন্যুতে একযোগে ম্যাচ অনুষ্ঠিত হবে।



মিরপুরে কাল শীর্ষ দল গাজী ট্যাঙ্ক খেলবে কলাবাগান ক্রিকেট

অ্যাকাডেমির বিপক্ষে, ফতুল্লায় প্রাইম দোলেশ্বর ও প্রাইম ব্যাংক এবং মোহামেডান-শেখ জামাল খেলবে বিকেএসপি-২ নম্বর গ্রাউন্ডে।



এক দিন বিরতি দিয়ে ২২ নভেম্বর হবে সুপার লিগের দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় রাউন্ডে গাজী ট্যাঙ্কের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক মিরপুরের উইকেটে, বিকেএসপি-২ নম্বর গ্রাউন্ডে প্রাইম দোলেম্বর খেলবে শেখ জামালের বিপক্ষে আর ফতুল্লায় মোহামেডান খেলবে কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমির বিপক্ষে।



তৃতীয় রাউন্ড ২৩ নভেম্বর। ফতুল্লার উইকেটে গাজী ট্যাঙ্ক খেলবে শেখ জামালের বিপক্ষে, প্রাইম দোলেম্বর ও মোহামেডান মিরপুরে এবং প্রাইম ব্যাংক ও কলাবাগান মুখোমুখি হবে বিকেএসপি-২ নম্বর গ্রাউন্ডে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া