adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমা এবং কেন্দ্রীয় উপকূলীয় শহরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যদিও ওই ভূমিকম্প থেকে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এএফপির।

দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, বুধবার (২৩ জুন) আঘাত হানা কম্পনটির মাত্রা ছিল ৬। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৮ বলে ধরা পড়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মধ্যরাত ২টা ৫৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল মালা থেকে ৩৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং লিমা থেকে প্রায় ১শ কিলোমিটার দক্ষিণে।

পেরুর ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূকম্পটির গভীরতা ছিল ৩২ কিলোমিটার। ভূমিকম্পের সময় তীব্র কম্পনে লোকজনের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাজধানী লিমাতে প্রায় ৯৭ লাখ মানুষের বসবাস। পেরুর মোট জনসংখ্যার এক তৃতীয়াংশই রাজধানীতে বসবাস করে।

এ দিকে পেরুর বিভিন্ন পর্যবেক্ষণ সংস্থা বলছে, ভূমিকম্প থেকে সুনামি হওয়ার সম্ভাবনা নেই।

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে প্রতি বছরই পেরুতে প্রায় ডজন খানেক ভূমিকম্প আঘাত হানে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া