adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ সম্মেলনে ড. কামাল – স্বাধীনতার ৪৭ বছর পরও এমন অবস্থা

নিজস্ব প্রতিবেদক : উদ্বেগজনক খবর পাওয়ার কথা জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আমি কারও মুখে কোনো আনন্দ উল্লাস দেখছি না। মিনিটে মিনিটে চারদিক থেকে ফোন আসছে।

রোববার দুপুর ১টার দিকে রাজধানীর মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ড. কামাল বলেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি-স্বাধীনতার ৪৭ বছর পরও এমন অবস্থা। আমার আশা ছিল- অন্তত কোনো একটি কেন্দ্র থেকে কেউ বলবে সুন্দর নির্বাচন হয়েছে। কিন্তু সে রকম কোনো খবর আমি পাইনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরাম নেতা জগলুল হায়দার আফ্রিক, শাহ আহমেদ বাদল প্রমুখ।

ঢাকা-৭ আসনে গণফোরামের প্রার্থী মোস্তফা মোহসিন মন্টু বলেন, আমার ৯৮ শতাংশ কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া হয়েছে। এতে সহযোগিতা করেছে পুলিশ।

‘গতকাল রাত থেকেই আমরা খবর পাচ্ছিলাম ভোট চুরি হয়ে যাচ্ছে। কোনো সভ্য জগতে রাতে চোরের মতো জনগণের আমানত কেউ চুরি করে না।’

ঢাকা-৬ আসনে গণফোরামের প্রার্থী সুব্রত চৌধুরী বলেন, কোথাও এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি। ইভিএম ঠিকমতো কাজ করেনি। ইভিএমের মাধ্যমে ব্যাপক কারচুপি হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া