adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগ্রহ টিভি-সংবাদে শীর্ষে সময়

image_54597_0ঢাকা: এই মুহূর্তে দর্শকদের কাছে সংবাদ এবং সংবাদভিত্তিক চ্যানেলের চাহিদা সবচেয়ে বেশি। দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে সংবাদের প্রতি সবার আগ্রহ অন্য যেকোনো সময়ের চেয়ে এখন বেশি। আর এ তথ্যের পক্ষে দাঁড়াচ্ছে সর্বশেষ প্রকাশিত টিআরপি।

টিআরপি বলছে- মিশ্র ঘরানার চানেলগুলোর তুলনায় সর্বশেষ প্রকাশিত টিআরপিতে (সপ্তাহ ৪৫, ২-৮ নভেম্বর) সংবাদভিত্তিক চ্যানেলগুলোই ভালো করেছে। তবে, মিশ্র ঘরানার যে চ্যানেলগুলোর সংবাদ জনপ্রিয় তারাও এগিয়ে রয়েছে।



হরতাল এবং অন্যান্য কারণে এই মুহূর্তে দর্শক সংবাদেই থাকতে চাচ্ছেন। সংবাদভিত্তিক চ্যানেলগুলোও দর্শককে হতাশ করছে না। সর্বশেষ খবর নিয়ে চ্যানেলগুলো যখন-তখন দর্শকদের সামনে হাজির হচ্ছে। সবাই জানতে পারছেন কখন কোথায় কী ঘটছে। মিশ্র ঘরানার চ্যানেলগুলো সংবাদভিত্তিক চ্যানেলগুলোর সঙ্গে পেরে উঠছে না। কারণ ইচ্ছে করলেই সব সময় তাদের পক্ষে সংবাদ প্রচার করা সম্ভব হচ্ছে না।



টিআরপির শেয়ার অনুযায়ী ৪৫তম সপ্তাহে সংবাদভিত্তিক চ্যানেলগুলোর মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। সামান্য ব্যবধান নিয়ে সংবাদভিত্তিক চ্যানেলগুলোর মধ্যে শীর্ষস্থান দখল করেছে সময়। এর শেয়ার রেকর্ড করা হয়েছে ২.২৮।



২.২৭ শেয়ার রেকর্ড করা হয়েছে একাত্তর টেলিভিশনের। এটি রয়েছে দুই নম্বরে।



সংবাদভিত্তিক চ্যানেলগুলোর মধ্যে শেয়ারের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে এটিএন নিউজ। এর শেয়ার ১.৭৫।



চার নম্বরে রয়েছে ইন্ডিপেনডেন্ট টেলিভিশন। এর শেয়ার ছিল ১.৪৬।



সার্বিক মূল্যায়নে চ্যানেলগুলোর অবস্থান যথাক্রমে ৫, ৬, ৯ এবং ১৫।



সার্বিক মূল্যায়নে ৪৫তম সপ্তাহের শীর্ষ চ্যানেল জিটিভি। বাংলাদেশ-নিউজিল্যাণ্ড খেলা সরাসরি সম্প্রচার করে চ্যানেলটি প্রচুর দর্শক পেয়েছে। সংশ্লিষ্ট সপ্তাহে এর শেয়ার ছিল ৩.৮৫।



সংবাদ জনপ্রিয় মিশ্র ঘরানার এমন চ্যানেলগুলোর মধ্যে বাংলাভিশন রয়েছে ৩ নম্বরে, চানেল আই ৪ নম্বরে, একুশে, এনটিভি, এটিএন বাংলা ও আরটিভি রয়েছে যথাক্রমে ৭,৮,৯ ও ১০ নম্বরে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া