adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘এজিএম না হলে আইসিসিতে ঢোকা যাবে না- ১৬ মিলিয়র ডলারও হাতছাড়া’

P P Pক্রীড়া প্রতিবেদক : দেশীয় ক্রিকেটের শাসক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিবেশ এখন গরম। বোর্ডের বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন আর সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী প্রকাশ্যেই একে অপরের ঝাঁঝাঁলো সমালোচনা করছেন।
গত মঙ্গলবার সাবের হোসেন চৌধুরী ২০১২ সালে সংশোধিত বিসিবির গঠনতন্ত্র এবং সে অনুযায়ী করা কাউন্সিলর তালিকাকে অবৈধ উল্লেখ করে নাজমুল হাসান পাপনকে চিঠি দিয়েছিলেন। আদালতের রায়ের প্রতি সম্মান দেখিয়ে এই কাউন্সিলর তালিকা অনুযায়ী বিসিবির বার্ষিক সাধারণ সভা ও বিশেষ সভা আয়োজন না করার আহ্বান জানিয়েছেন তিনি। এই চিঠি পেয়েই যার পরনাই ক্ষেপে গেলেন পাপন। গতকাল তিনি ক্রিকেট বোর্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে অনেক অভিযোগ তুলে ধরেন।
তিনি বলেন, দেশের ক্রিকেটের অগ্রগতিতে বারবার বাধা ও নেপথ্যে ষড়যন্ত্র করে যাচ্ছেন সাবের হোসেন চৌধুরী। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সাবের সাহেবেরে দূরভীসন্ধীমূলক কর্মকা- আমাদের অগ্রযাত্রাকে ব্যহত করতে পারবে না। তিনি বলেন, বিসিবির গঠনতন্ত্র সংক্রান্ত মামলা আমরা আইনজীবীর সঙ্গে কথা বলেই মোকাবিলা করবো।
পাপন বলেন, গঠনতন্ত্র সংক্রান্ত ঘটনায় তিনি মোটেও বিচলিত নন, এই গঠনতন্ত্রটা (২০১২ সালে সংশোধিত) অবৈধ, এটা কোথায় বলা হয়েছে? কোনো রায়ে তো উল্লেখ নেই। ক্রিকেটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এটার দায়িত্ব এখনো আমাদের হাতে। যত দিন থাকবে, তত দিন অগ্রযাত্রা ধরে রাখার চেষ্টা করব। যদি কেউ প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করে, তাতে আমরা বিচলিত নই। আমরা কোনো বেআইনি কিছু করব না এটা নিশ্চিত।
তিনি বলেন, আগামী ১০ অক্টোবর আইসিসির বোর্ড সভা। আমরা ৮ মিলিয়ন থেকে ১৬ মিলিয়ন ডলার পাবো। সেই সিদ্ধান্ত আসবে সভা থেকে। সুতরাং এখানে বিসিবির এজিএম না হলে আমরা আইসিসিতে ঢুকতেই পারবো না।
যদি বলেন অ্যাডহক কমিটি করবে, আইসিসি সেটাও অনুমোদন করবে না। ক্রিকেটের অগ্রযাত্রা তারা বন্ধ করতে চায়। কেন আইসিসি নিষেধাজ্ঞা দেবে বাংলাদেশকে, সেটির ব্যাখ্যাও দিলেন বিসিবি সভাপতি। তিনি বললনে, ওনারা (সাবের চৌধুরী) যে ২০০৮ সালের গঠনতন্ত্রের কথা বলছেন, সেটা অনুমোদিত নয়। এটা সরাসরি আইসিসির নিয়ম ভঙ্গ করে। ২০০৮-এর গঠণতন্ত্রে ফিরে যাওয়া মানে আইসিসিতে বাংলাদেশের দুয়ার বন্ধ হয়ে যাওয়া। তারা বহিষ্কার বা স্থগিতাদেশ দিতে পারে আমাদের। আমাদের তখন খেলা ও আর্থিক সব সুবিধা বন্ধ হয়ে যাবে।
 উল্লেখ্য, বিসিবির গঠনতন্ত্র-সংক্রান্ত এক মামলার রায়ের ওপর ভিত্তি করে গত ১৬ সেপ্টেম্বর সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আইনি নোটিশ পাঠান সাবেক বোর্ড পরিচালক স্থপতি মোবাশ্বের হোসেনের আইনজীবী। নোটিশে ২০১৩-এর বোর্ড নির্বাচন এবং বর্তমান পরিচালনা পর্ষদকে অবৈধ দাবি করে বার্ষিক সাধারণ সভা ও বিশেষ সভা আয়োজনের প্রস্তুতিসহ বিসিবির সব কার্যক্রম বন্ধ করতে বলা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া