adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রীড়াঙ্গনে সবার পরিচিত মুখ মনসুর স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা মনসুর আলী আর নেই

স্পোর্টস ডেস্ক : মনসুর স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক মনসুর আলী আর নেই। মঙ্গলবার (১১ মে) রাত সাড়ে ১১টায় হার্ট অ্যাকাটে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। মনসুর দেশের ফুটবল তথা গোটা

ক্রীড়াঙ্গনেরই পরিচিত মুখ। পল্টনের স্টেডিয়াম পাড়ায় প্রাণোচ্ছল বিচরণ ছিল তার। খেলোয়াড় তুলে আনা ছিল তার নেশা।
সেই নেশা থেকেই ১৯৮৭ সালে নিজের নামে প্রতিষ্ঠা করেন মনসুর স্পোর্টিং ক্লাব। ৩০ বছরের বেশি সময় ধরে যে ক্লাব নিয়মিত খেলছে পাইওনিয়ার ফুটবল লিগে। ফুটবল ছাড়াও ক্রিকেট, হ্যান্ডবল, টিটি, ব্যাডমিন্টন, রাগবিতেও রয়েছে এই ক্লাবের অংশ গ্রহণ।

এতটাই খেলা পাগল ছিলেন মনসুর, বিয়ে পর্যন্ত করেননি খেলার পেছনে সময় দিতে দিতে। ক্রীড়াঙ্গনে অবদানের জন্য ২০১৮ সালে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ) ‘বর্ষসেরা তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্বের স্বীকৃতি দিয়েছে তাকে।

এমন ক্রীড়া অন্তঃপ্রাণ মনসুরের বিদায়ে কাঁদছে দেশের ক্রীড়াঙ্গন। সামাজিক যোগাযোগ মাধ্যমে খেলোয়াড়, কোচ, সংগঠক, সাংবাদিকদের অনেকেই বার্তা দিয়েছেন। মনসুরের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া