adv
১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৩৪তম বিসিএসে ২১৫৯ জনকে নিয়োগের সুপারিশ

bcs_81032নিজস্ব প্রতিবেদক : ৩৪তম বিসিএসে ২,১৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা ডায়ানা ইসলাম সিমা শনিবার রাত সোয়া ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১৩ সালের ২৪ মে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীা অনুষ্ঠিত হয়। দুই লাখ ২১ হাজার ৫৭৫ জন প্রার্থী এই পরীার জন্য অনলাইনে আবেদন করেন। পরীায় অংশ নেন এক লাখ ৯৫ হাজার পরীার্থী।
ওই বছরের ৮ জুলাই ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীার ফল প্রকাশ করা হয়। এতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হয়েছিলেন। তবে এবারই প্রথমবারের মতো প্রিলিমিনারিতে কোটা-পদ্ধতি চালু করায় অনেক মেধাবী বঞ্চিত হন। এ নিয়ে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়লে ১০ জুলাই ফল পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয় পিএসসি। এর পর প্রিলিমিনারি পরীার সংশোধিত ফল ১৪ জুলাই প্রকাশ করা হয়। নতুন এ ফল অনুযায়ী ৪৬ হাজার ২৫০ জন উত্তীর্ণ হন।
২০১৪ সালের ১৮ ডিসেম্বর লিখিত পরীার ফল প্রকাশ করা হয়। এতে ৯ হাজার ৮২২ জন উত্তীর্ণ হয়েছেন।
বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিতে ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞাপন প্রকাশ করে পিএসসি। রংপুরসহ সাতটি বিভাগীয় শহরের ১৭৪টি কেন্দ্রে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীা অনুষ্ঠিত হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া