adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘যুদ্ধাপরাধীদের সব সম্পদ বাজেয়াপ্ত করতে হবে’

1436026547mujammel-mtnews24নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধে জড়িতদের সব সম্পদ বাজেয়াপ্ত করা উচিত বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনাল এ্যাক্ট, ১৯৭৩- এর খসড়া তৈরিতে বিদেশি সহায়তাকারী প্রফেসর অটো ভন ট্রিফটেরার’র মৃত্যু উপলক্ষে এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

শনিবার রাজধানীর ধানমন্ডিস্থ বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড কাউন্টার টেরিরোজম অফিসে এ স্মরণসভার আয়োজন করা হয়।

এ সময়ে সাবেক সচিব ওয়ালি-উর-রহমান, ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা শাহরিয়ার কবির, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
আ ক ম মোজাম্মেল হক বলেন, আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনাল এ্যাক্ট ,১৯৭৩ এ অপরাধীদের সর্বোচ্চ সুযোগ দিয়ে বিচারকার্য পরিচালনা করা হচ্ছে।  এর আগে প্রতিষ্ঠিত নুরেমবার্গ বা টোকিও ট্রাইবুনালে এমন কি বর্তমানে চালু কোন ট্রাইব্যুনালে অভিযুক্তদের এত সুযোগ দেয়া হয়নি।  
মন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীদের নিরাপত্তার বিষয়ে আরো গুরুত্ব দিতে হবে।  শুধু ১৯৭১-এ নয় এরপরও গোলাম আজমের সাথে পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করে যারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছিল তাদেরও ট্রাইব্যুনালে বিচার করতে হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া