adv
৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চীনে ৬.৫ মাত্রার ভূমিকম্পে মৃত ২

CHINAআন্তর্জাতিক ডেস্ক : চীনে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তাতক্ষণিকভাবে ভূমিকম্পে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার। 

শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ৭ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে) উত্তর-পশ্চিমের স্বায়ত্তশাসিত অঞ্চল জিনজিয়াংয়ে ভূমিকম্পটি অনুভূত হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জিনজিয়াংয়ে হোটানের পিশান কাউন্টিতে। চীনা আর্থকুয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে, এর উৎস ছিল ভূমির ১০ কিলোমিটার গভীরে।

এই ভূমিকম্পে অন্তত দুজন মারা গেছেন। তবে মৃতদের পরিচয় ও ঠিক কীভাবে তারা মারা গেছেন, তাৎক্ষণিকভাবে খবরে তা জানাতে পারেনি সিনহুয়া।

পিশানে সরকারি ১ ফার্মের কর্মী লি হুয়া জানিয়েছেন, ভূমিকম্পটি খুব জোরেশোরে অনুভূত হয়েছে। প্রায় মিনিটখানেক ধরে তার ঘরবাড়ি দুলেছে। লি হুয়া বলেন, ‘আমার খুব ভয় করছে।’
সিইএনসি জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানার পর দুটো মৃদুকম্প (আফটারশক) অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এদের মাত্রা ছিল যথাক্রমে ৩ এবং ৪ দশমিক ৬।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া