adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কেআরকের আপত্তিকর মন্তব্য লিসা হেইডনকে

lisa-1422937046বিনোদন ডেস্ক : বলিউড তারকাদের সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করে বিতর্কে থাকতেই ভালোবাসেন অভিনেতা ও প্রযোজক কামাল রশিদ খান বা কেআরকে। বেশিরভাগ সময়েই সেলিব্রিটিরা কামাল রশিদ খানের মন্তব্যকে উপেক্ষা করে যান। কিন্তু সাম্প্রতিক সময়ে সোনাক্ষী সিনহার পর এবার লিসা হেইডনের কাছ থেকেও বেশ জোরালো জবাব পেলেন তিনি।
ভারতীয় সংবাদামাধ্যমের খবরে বলা হয়েছে, কিছুদিন আগে টুইটারে একটি ছবি পোস্ট করেন বলিউড মডেল ও অভিনেত্রী লিসা হেইডন। ছবিতে একটি বাস্কেট বল হুপে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে লিসাকে। আর লিসার এই ছবির কমেন্ট বক্সে বিতর্কিত ও অপমান সূচক মন্তব্য করেন কামাল রশিদ খান। তিনি বলেন, ‘লিসা আমি কি নীচে বসে তোমায় দেখতে পারি?’
এই আপত্তিকর মন্তব্যে কারণে রেগে যান অভিনেত্রী। কামালের টুইটের প্রত্যুত্তরে তিনি পাল্টা জবাবে বলেন, ‘কামাল, এটা তোমার চেয়ে এতটাও নিচে নামেনি। এরপরও কি তোমার চেয়ার লাগবে?’
লিসার মোক্ষম জবার শুনে কামাল পরপর আরও ৩টি টুইটে লিসাকে আক্রমন করেন। একটিতে তিনি লিখেন ‘লিসা, তুমি কোথাও একটা ঝুলে সেই ছবি লোকজনকে দেখতে বলছো, তাই আমি জানতে চেয়েছি, আমি বসে তোমাকে দেখতে পারি কিনা।’
পরের টুইটে কামাল লিসাকে লিখেন, ‘এ ধরনের ছবি পোস্ট করার পর তা দেখে লোকজন কী তোমাকে পুজো বা আরতি করবে?’ সর্বশেষ টুইটে কামাল লিখেন, ‘আরেকটা বিষয় হচ্ছে, টুইটারে তোমার ফলোয়ার আর আমার ফলোয়ারের সংখ্যাটা দেখ। তাহলে বুঝতে পারবে কত বড় তারকা আমি। তাই সম্মানের সঙ্গে কথা বলো।’
প্রসঙ্গত, এর আগে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার কাছ থেকেও কড়া জবাব পেয়েছিলেন কামাল রশিদ খান। কিম কার্দাশিয়ান পেপার ম্যাগাজিনে তার নিতম্বের ছবি প্রকাশের পর টুইটারে কিমের প্রশংসার পাশাপাশি কামাল রশিদ খান একটি টুইটে আপত্তিকর ভাষায় লিখেছিলেন, ‘আপনাদের কী মনে হয়, বলিউডে সবচেয়ে বড় নিতম্বের অধিকারী সোনাক্ষী সিনহা?’
কামালের এই বিতর্কিত মন্তব্যের পাল্টা জবাব দিয়েছিলেন সোনাক্ষী। তিনি লেখেন, ‘আপনাদের যদি মনে হয়, কামাল রশিদ খান মহিলাদের সম্মান করতে না জানা এক ইতর বিশেষ, যাকে উল্টো করে ঝুলিয়ে চারটে থাপ্পড় কষানো উচিত, তাহলে দয়া করে জানান।
 
অভিনেতা কামাল রশিদ খান বর্তমানে দুবাইতে বসবাস করছেন। টুইটারে এক মন্তব্যে করে ফেঁসে যাওয়ার প্রেক্ষিতেই তিনি নিজের দেশ ভারত ছেড়েছেন। টুইটারে কামাল ঘোষণা করেছিলেন, ‘গাটা পৃথিবীর কাছে আমার চ্যালেঞ্জ রইল, বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিজি ভোটে জিতলে আমি ভারত ছেড়েই চলে যাব চিরদিনের জন্য।’
আর নির্বাচনে জিতে নরেন্দ্র মোদি ভারতে প্রধানমন্ত্রী হলে তিনি ঘোষণা মতোই ভারত ছাড়েন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া