adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পররাষ্ট্রমন্ত্রীকে গণজাগরণের স্মারকলিপি

image_60131_0ঢাকা: পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দিয়েছে গণজাগরণ মঞ্চ।

রোববার দুপুরে মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ. সরকারের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে মন্ত্রণালয়ে যান। পররাষ্ট্রমন্ত্রী এইচএম মাহমুদ আলী এবং সচিব শহিদুল হক স্মারকলিপিটি গ্রহণ করেন।

স্মারকলিপি দেয়ার পর ডা. ইমরান সাংবাদিকদের বলেন, ‘পাকিস্তান পার্লামেন্টে যে নিন্দা প্রস্তাব পাশ হয়েছে এটি আমাদের সার্বভৌমত্বের প্রতি সুস্পষ্ট হস্তক্ষেপ। এজন্য পাকিস্তান অনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক  স্থগিত করার দাবি করা হয়েছে।’

পররাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘মন্ত্রী বলেছেন, ‘পাকিস্তান ভিয়েনা কনভেনশসের শর্ত লঙ্ঘন করেছে। তিনি বলেছেন, আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। তবে আমরা আন্তর্জাতিক মহলে যোগাযোগ শুরু করেছি।’

গণজাগরণ মঞ্চ সার্ক থেকে পাকিস্তানের বহিস্কার চায় কিনা এমন প্রশ্নেরা জবাবে ইমরান সরকার বলেন, ‘আমরা আমাদের এই স্মারকলিপির অনুলিপি সার্ক কর্তৃপক্ষের কাছেও পাঠাবো।’

গত ১৬ ডিসেম্বর সোমবার পাকিস্তান জাতীয় পরিষদে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস হয়। পাকিস্তান জামায়াতের সাংসদ শের আকবর খান এই প্রস্তাব উত্থাপন করলে তাতে সমর্থন জানায় সরকারি দল মুসলিম লিগ। এছাড়া ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ, আওয়ামী মুসলিম লিগ, পাকিস্তান মুসলিম লিগ (কায়েদে আজম) ও জমিয়তে উলামা ইসলাম এই প্রস্তাবে সমর্থন জানায়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া