adv
১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

জামাতের হরতাল উপেক্ষা করে মহেশখালিতে শিশুদের হাতে নতুন বই

20150101_135221জামাল জাহেদ,কক্সবাজার : কক্সবাজার জেলার মহেশখালি উপজেলার প্রত্যন্ত গ্রাম কুতুবজোম ইউনিয়নের ঘটিভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জুনিয়র মডেল হাই স্কুলে ১ম শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রী ও শিশুদের মাঝে নতুন বছরের প্রথম দিন নতুন বই বিতরণ করেছে। জামায়াতে ইসলামীর ডাকা হরতালের মধ্যেও বৃহস্পতিবার শিক্ষার্থীদের মাঝে উতসবমুখর পরিবেশে নতুন বই তুলে দিয়ে সারা দেশে পাঠ্যপুস্তক উতসব পালন করেছে। 
সকাল থেকে  টানা ৩ দিনের গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা কওে শিশুরা বিদ্যালয়ে উপস্থিত হয় নতুন বই পাবার প্রত্যাশায়। ঘটিভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নতুন বই বিতরণ  উতসবের আয়োজন করা হয়। সেখানে নতুন বই হাতে পেয়ে উল্লাসে মেতে ওঠে শত শত শিক্ষার্থী। বই বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমসি কমিটির সভাপতি মোসলেম মিয়া কোমপানী, প্রধান শিক্ষক মোখতার আহমেদ,ও শিক্ষকবৃন্দ। আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য  ও বিশিষ্ট সমাজসেবক নুরুল আমিন খোকা,এসএমসি কমিটির সদস্য সদস্য রফিকুল ইসলাম, সাংবাদিক জামাল জাহেদ, একরামুল হক, আবুল কালাম আজাদ, গিয়াস উদ্দীন প্রমুখ। অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা সচিব কাজী আখতার হোসেন জানিয়েছেন, এবার সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক (মাদ্রাসাসহ) স্তরের চার কোটি ৪৪ লাখ ৫২ হাজার ৩৭৪ জন শিক্ষার্থীর জন্য ৩২ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার ৯২৩ কপি বই দেওয়া হচেছ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া