adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হলো

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার এবং বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদোহের মামলা করেছেন এক আইনজীবী। রোববার সোয়া ১১টার দিকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলা দায়ের করা হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট আবদুল মালেক বাদী হয়ে দণ্ডবিধির ১২৩-এ ধারায় মামলাটি দায়ের করেন। মহানগর মুখ্য হাকিম আসাদুজ্জামান নূর মামলার শুনানি গ্রহণ করেছেন। তবে এখন পর্যন্ত কোনো আদেশ দেননি। এর আগে তারেক রহমানের বিরুদ্ধে মামলা করতে গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠান আবদুল মালেক। বাংলাদেশ সরকারের পক্ষে স্বরাষ্ট্র সচিব ও পুলিশের আইজি বরাবর রেজিস্ট্রি ডাকযোগে এ লিগ্যাল নোটিশ পাঠান তিনি।
লিগ্যাল নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে তারেক রহমানের বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহ’ মামলা দায়ের করে তাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করার উদ্যোগ নিতে বলা হয়। অন্যথায় এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হবে বলে লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়।  
নোটিশে বলা হয়েছে, গত ২৯ সেপ্টেম্বর লন্ডনের ইয়র্ক হলের এক সভায় জিয়াউর রহমানকে বাংলাদেশের ‘প্রথম রাষ্ট্রপতি’ হিসেবে বক্তব্য প্রদান করেন তারেক রহমান, যা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।  এছাড়া বঙ্গবন্ধুর নামেও কটূক্তি করেন তারেক রহমান। বঙ্গবন্ধুকে ‘পাকবন্ধু’ বলা রাষ্ট্রের স্বাধীনতা এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃত করার শামিল বলে লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়। তিন দিন পার হওয়ার পরে সরকার ব্যবস্থা না নেয়ায় আবদুল মালেক নিজেই বাদী হয়ে মামলাটি দায়ের করলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া