adv
৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লালমোহনে ছেলের হাতে বাবা খুন

ডেস্ক রিপোর্ট : ভোলার লালমোহনে জমির বিরোধের জের ধরে পাষণ্ড ছেলের হাতে বাবা আবু তাহের (৪৫) খুন হয়েছেন। পুলিশ এ ঘটনায় ঘাতক ছেলে শামিম (২০) গ্রেফতার করেছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জানান, কালমা ইউনিয়নের চরলক্ষী গ্রামের আবু তাহেরে প্রথম স্ত্রীর ঘরে কুলসুম (২২) নামে একটি মেয়ে ও দ্বিতীয় স্ত্রীর ঘরে শামিম নামে এক ছেলে রয়েছে। কিছুদিন ধরে শামিম তার বাবার সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। এতে তিনি রাজী হয়নি।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় একইভাবে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে ছেলে শামিম ধারালো চুরি ও সাবল দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা করে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছেলেকে গ্রেফতার করে। ওসি আরো জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় এখনও কোনো মামলা হয়নি, তবে প্রস্তুতি চলছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া