adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাঠে সেজদা দেওয়ায় ১৫ ম্যাচ নিষিদ্ধ আবদুল্লাহ

সেজদা দিয়ে জয় উদ্‌যাপন করছেন হুসাইন আবদুল্লাহ (ছবি : টাইমস অব ইন্ডিয়া)স্পোর্টস ডেস্ক : আমেরিকান ফুটবল হিসেবে পরিচিত রাগবি খেলায় এক মুসলিম খেলোয়াড় জয় উদ্যাপনের সময় সেজদা দেওয়ায় ১৫ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন।
কানসাস সিটি চিফস দলের খেলোয়াড় হুসাইন আবদুল্লাহ এ নিষেধাজ্ঞার কবলে পড়েছেন। তার বিরুদ্ধে জয় উদ্যাপনের আইন ভঙ্গের অভিযোগ এনে এ শাস্তি দেওয়া হয়েছে। আমেরিকান ফুটবল লিগের ‘মাত্রাতিরিক্ত উদ্যাপন’ আইন অনুযায়ী মাঠে কেউ ধর্মীয় আচরণ দেখাতে পারে না। ফলে কর্তৃপক্ষ হুসাইন আবদুল্লাহকেও ছাড় দেননি।
যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টার পত্রিকাকে হুসাইন আবদুল্লাহ বলেন, মাঠে আমার যখন কোনো সফলতা আসে, তখন আমি মাঠের শেষ প্রান্তে গিয়ে মাটিতে মাথা দিয়ে সৃষ্টিকর্তার সামনে অবনমিত হই।
এদিকে হুসাইন আবদুল্লাহকে শাস্তি দেওয়ার পর এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বিতর্ক শুরু হয়েছে। আমেরিকান ফুটবল লিগ কর্তৃপক্ষের এমন রক্ষণশীল আইনের বিরুদ্ধে অনেকে সমালোচনা করেছেন। তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া