adv
১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে জার্মানি- বাংলাদেশের ১১ ধাপ অবণতি

ফিফার লোগোস্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলের অবিভাবক ফিফা নতুন র‌্যাংকিং প্রকাশ করেছে। সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছে ব্রাজিল। অন্যদিকে ১১ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের অবস্থান ১৮১ তে। এশিয়ায় ৩৮। 
ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছে জার্মানি। দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। তৃতীয় স্থানে কলম্বিয়া, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে নেদারল্যান্ডস ও বেলজিয়াম। 
বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ ও নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলে হারের পর ফিফা র‌্যাংকিংয়ে ৭ নম্বরে নেমে যায় ব্রাজিল। কিন্তু চলতি মাসে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল। দুটিতেই জয় পায় তারা। আর সে কারণে র‌্যাংকিংয়ে একধাপ উন্নতি হয় কার্লোস দুঙ্গার দল। বর্তমানে ব্রাজিল অবস্থান করছে ষষ্ঠস্থানে।
সপ্তম স্থানে রয়েছে উরুগুয়ে। স্পেন অষ্টম, ফ্রান্স নবম ও সুইজারল্যান্ড রয়েছে দশম স্থানে। ক্রিশ্চিয়ানো রোনালদোদের দল পর্তুগাল শীর্ষ দশের বাইরে (১১তম) অবস্থান করছে। এ ছাড়া ইতালি ও ইংল্যান্ডও শীর্ষ দশের বাইরে রয়েছে।
এশিয়ার র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছে ইরান। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান। বাংলাদেশসহ ভারত, আফগানিস্তান, নেপাল, পাকিস্তান ও হংকংয়ের অবণতি হয়েছে।
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া