adv
৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্যাঙ্গারুর পঞ্চম পদের রহস্য

আন্তর্জাতিক ডেস্ক : হুঁকোমুখো হ্যাংলার মতো মাছি তাড়ানোর লেজ থাকার সৌভাগ্য সবার হয় না। তবে জীবজগতে লেজের ব্যবহার কিন্তু বেশ কৌতূহলের এবং মজার। গাছে ঝোলা থেকে সন্তান প্রতিপালন এমনকী সঙ্গিনীকে আকর্ষণ, লেজের ব্যবহারের জুড়ি মেলা ভার। লেজের উপকারিতার লিস্টিটে যোগ হল আরও এক নাম। সৌজন্যে ক্যাঙ্গারুকূল। নতুন গবেষণায় উঠে এসেছে ক্যাঙ্গারুরা তাদের লেজটিকে পঞ্চম পা হিসেবে ব্যবহার করে।
সিমন ফ্রেসার বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করা গবেষণায় উঠে এসেছে ক্যাঙ্গারুদের এই পঞ্চপদ চলনের রহস্য। এই গবেষণা জৈবিক চলনের বৈচিত্রতার এক নতুন দিগন্ত উন্মোচন করল। এর সঙ্গে মানুষের হাঁটার ধরণ নিয়েও উঠে এলো নতুন প্রশ্ন।
গবেষকরা জানিয়েছেন ক্যাঙ্গারুরা সামনের ও পেছনের পায়ের সঙ্গে সামঞ্জস্য রেখে লেজের ব্যবহার করে। হাঁটার প্রকৃতি, গতি কি রকম হবে তার উপর নির্ভর করেই লেজ দিয়ে মাটিতে চাপ দেয়। সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য দপ্রোপালসিভ ফোর্সদ প্রয়োগ করে।
মানুষের পা-এর মতই ক্যাঙ্গারু তার লেজ টাকে সম গতিতে এগিয়ে যাওয়ার জন্য ব্যবহার করে। হাঁটার সময় মানুষের পা যে ধরণের যান্ত্রিক শক্তি প্রয়োগ করে ক্যাঙ্গারুরাও হাঁটার সময় একই ভাবে তাদের পেশী বহুল লেজটিকে ব্যবহার করে। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া