adv
১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মেয়ের কাছে কেন ক্ষমা চাইলেন শ্রীলেখা?

বিনোদন ডেস্ক : টলিউডে ঠোঁটকাটা হিসেবে পরিচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। মনে যা আসে মুখ দিয়ে তা বলে ফেলেন। কারও পরোয়া করেন না। তার কথায় কে কী মনে করল, কে আঘাত পেল বা কষ্ট পেল- তাতে থোড়াই কেয়ার এই নায়িকা। নিজের মন্তব্য বা কাজের জন্য কখনো কারও কাছে ক্ষমা চাইতেও দেখা যায়নি তাকে। সেই শ্রীলেখাই কিনা ক্ষমা চাইলেন নিজের মেয়ের কাছে। কিন্তু কেন?

এই প্রশ্নের জবাব পেতে হলে যেতে হবে শ্রীলেখার ফেসবুক পেজে। সেখানে তিনি মেয়ে মাইয়্যা সান্যালের সঙ্গে তোলা দুটি ছবি কোলাজ করে পোস্ট করেছেন এবং বিস্তারিত লিখেছেন, কেন মেয়ের কাছে তিনি ক্ষমা চাইলেন। তবে কষ্ট করে আর শ্রীলেখার ফেসবুক পেজ খোঁজা লাগবে না। নায়িকার দেওয়া স্ট্যাটাসটি ঢাকাটাইমস পাঠকদের জন্য এখানে হুবহু তুলে দেওয়া হলো-

অভিনেত্রী ফেসবুকে লিখেছেন, ‘আমাকে কোনো দিন মেয়ে মাইয়্যা সান্যালকে নিয়ে লিখতে দেখেছেন? ছবিও দিতে দেখেননি। কারণ, মাইয়্যা পছন্দ করে না। বিশ্বাস করুন, মঙ্গলবার ওকে দেখার পর লোভ সামলাতে পারিনি। বন্ধুর জন্মদিনে আমার পোশাক, জুতা, গয়নায় সেজে মেয়ে উদযাপনে সামিল! সেই ছবি আমাকে দিয়েছিল। সাজলে এত সুন্দর দেখায় মাইয়্যাকে?’

‘আরও এক বার যেন অনুভব করলাম। সেই জায়গা থেকেই ওকে না জানিয়ে ছবিটি শেয়ার করেছি। কিছু কথাও লিখেছি। গর্ব করেছি মেয়েকে নিয়ে। আফসোস করেছি, ‘ক্ষমা করে দিস মা! তোকে আমি সুস্থ ছেলেবেলা দিতে পারিনি।’

কেন এত দিন পর এই উপলব্ধি? তাহলে বলি, এটা কিন্তু এক দিনের নয়। আমার এবং শিলাদিত্য সান্যালের যখন বিচ্ছেদ হয় মাইয়্যা তখন মাত্র ৮! কিছু বুঝে ওঠার আগেই মা-বাবাকে আলাদা বাড়িতে দেখতে শুরু করেছে। মাইয়্যাকে আমাদের বিভেদ থেকে দূরে রাখব বলেই ঝগড়া করতাম দরজা বন্ধ করে। আলাদা হওয়ার এক দম শুরুতে এটুকুই বলতে পেরেছিলাম, ‘মা, তোমার যখন যার কাছে থাকতে ইচ্ছা করবে, থেকো। মা-বাবার দরজা তোমার জন্য সব সময় খোলা।’

‘সত্যিই তো আমরা ওকে সুস্থ ছেলেবেলা দিতে পারিনি! সেদিনও ওর কোনো অনুযোগ ছিল না। চুপচাপ মেনে নিয়েছে সব। বদলে, সপ্তাহের মাঝে হয়তো ব্যাগ গুছিয়ে বাবার কাছে থাকতে গেছে। নিজেই নিজের ভারী ব্যাগ টেনে নিয়ে যেত। তাতে বাড়তি পিটি ক্লাসের পোশাক, জুতা ভরা। আমাদের বাড়িতে আমিই প্রথম বিবাহ-বিচ্ছিন্ন। ফলে, ‘একা মা’ হওয়ার অভিজ্ঞতা দেখে শিখিনি। ঠেকে শিখেছি।’

‘একা হাতে ঘর-বার সামলাতে গিয়ে নাকের জলে চোখের জলে হয়েছি। সব সময়েই যে মেয়ের সব কিছু পূরণ করে উঠতে পেরেছি, এমনও নয়। মাইয়্যা কিন্তু তা নিয়েও নালিশ করেনি। আমার ট্যাব চাই, নোট প্যাড চাই, অমুক তমুক, বলতেই শুনলাম না! ক্রিম মাখো রে, চুল বাঁধো রে বললে তবে সে সব হয়। বদলে ভালো ছবি দেখার পেছনে সময় খরচ করতে রাজি। বা পড়াশোনা কিংবা আরও অন্য কিছু।’

‘ওর পোশাক অঢেল। জুতা থেকে গয়না, সাজার জিনিসও যথেষ্ট রয়েছে। তার পরও ওর আমারটাই লাগবে। পড়তে পড়তে উঠে আমার কাছে বায়না, ‘কিচ্ছু নেই আমার! তোমার যা আছে দাও। পরে যাব।’ ওর ছেলেমানুষ মন দেখে হেসে ফেলি। ওকে সাজিয়েও দিয়েছি। বাবার সঙ্গে মেয়ে চলে গেছে বন্ধুর বাড়ি। তখনই মনে হলো, এই মেয়েই বাকি সময় কত পরিণতমনস্ক! ‘একা মা’কে সামলেছে। প্রয়োজনে পরামর্শও দিয়েছে। নিজেই নিজেকে সামলে আমার পাশে দাঁড়িয়েছে।’

‘তখনই মনে পড়েছে অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ের কথা। এই প্রজন্মকে আমরা কত দোষারোপ করি! এই প্রজন্ম কিন্তু অনুভূতিপ্রবণ। নইলে সদ্য প্রয়াত বাবার সামনে দাঁড়িয়ে নিজের মাকে ওভাবে সামলাতে পারে? আমার মেয়েও তো সে রকমই। দামি কিছু কিনতে রাজি নয়। কুকুরদের জন্য নিরামিষ খায় নিজে। পথপশুদের ভালোবাসতে ওর থেকেই শিখেছি। একটু চাপা। অনেকটা ভেবেচিন্তে কাজ করে। চট করে মুখে প্রকাশ করতে চায় না কিছু।’

যে নীরবে ১৬ বছর ধরে ‘আমার’ হয়ে রয়ে গেল, তাকে নতুন ভাবে আবিষ্কার করলে যে কোনো মানুষের চোখ তো ভিজবেই। সেখানে আমি তো মাইয়্যার মা।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া