adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নেতৃত্ব হারিয়ে টেস্ট অবসরে স্যামি

নেতৃত্ব হারিয়ে টেস্ট অবসরে স্যামি স্পোর্টস ডেস্ক : টেস্ট থেকে অবসর নিলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ড্যারেন স্যামি। উইন্ডিজ ক্রিকেট বোর্ড তাকে সরিয়ে দিয়ে পাঁচ দিনের ক্রিকেটে দিনেশ রামদিনকে অধিনায়কত্ব দেওয়ার কয়েক ঘণ্টা পর এই ঘোষণা দিলেন তিনি। হয়তো নেতৃত্ব হারানোর ােভ থেকেই এমন সিদ্ধান্ত নিলেন স্যামি।
তবে টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব চালিয়ে যাবেন এই অলরাউন্ডার। আর ওয়ানডেতেও খেলার ইচ্ছা জানিয়েছেন। ক্রিকইনফো
সেন্ট লুসিয়া থেকে একমাত্র খেলোয়াড় হিসেবে টেস্টে প্রতিনিধিত্ব করা স্যামি ২০০৭ সালে ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপে ক্যাপ পরেন। ৬০ রানে হেরে যাওয়া ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে সাত উইকেট নিয়ে নিজের জাত চিনিয়েছিলেন স্যামি। ১৯৮৮ সালে এই ভেন্যুতে ম্যালকম মার্শালের ২২ রানে ৭ উইকেটের পর যা ছিল সেরা। অভিষেকের এই বোলিং ফিগারটি অবশ্য স্যামি আর পাননি ৩৮ টেস্টেও।
মাত্র আটটি টেস্ট খেলে ২০১০ সালে নেতৃত্ব পান এই ক্যারিবীয়। সেবার ক্রিস গেইল কেন্দ্রীয় চুক্তি থেকে ছিটকে যাওয়ায় সরে দাঁড়ান, আর দায়িত্ব পান স্যামি।
দলকে নেতৃত্ব দিয়ে ৮ জয়, ১০ ড্র ও ১২টি হারের মুখ দেখেছেন এই অলরাউন্ডার।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া