adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দোয়া নয়, বদদোয়া নিয়ে গেছেন এরশাদ

onoh-ot20131123190514চট্টগ্রাম: হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে সাক্ষাৎ করে জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দোয়া নয়, বরং বদদোয়া নিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী।

শনিবার হেফাজতের প্রেসসচিব মুনির আহমদের পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। 

জুনায়েদ বাবুনগরী বলেন,‘মাঠে-ময়দানে যারা ইসলামের পক্ষে কাজ করছেন, তাদের সাফল্য কামনা করে হেফাজত আমির দোয়া করেছিলেন। জাতীয় পার্টি চেয়ারম্যানের বর্তমান রাজনৈতিক যে অবস্থান, তাতে এটা কখনোই তার জন্য দোয়া বলা যায় না, বরং বদদোয়াই বলতে হয়।’ 

এর আগে গত ১৭ নভেম্বর সকালে হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফীর সাথে সাক্ষাৎ করতে চট্টগ্রামে আসেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এসময় তিনি দোয়া নিতেই এখানে এসেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন। 

জুনায়েদ বাবুনগরী ওই বৈঠকে উপস্থিত ছিলেন দাবি করে বিবৃতিতে বলেন, ‘হেফাজত আমির এরশাদকে ঈমান-আমল ও ইসলামের ওপর চলার জন্য হেদায়াতি উপদেশ দিয়েছেন। পাশাপাশি ইসলামবিরোধী নাস্তিকদের বিভিন্ন অপতৎপরতার কথা তুলে ধরে তাকে দলীয় অবস্থান থেকে ইসলামের পক্ষে কাজ করার আহ্বান জানান।’ 

আল্লামা শফীর সঙ্গে সাক্ষাতে সংবিধান থেকে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসের ধারা বাদ দেওয়াসহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে।

জুনায়েদ বাবুনগরী বলেন, ‘এসব বিষয়ে আহমদ শফীকে এরশাদ বলেছিলেন, রাষ্ট্রধর্ম ইসলাম ও ধর্মীয় শিক্ষা চালুসহ বিভিন্ন স্তরে ইসলামের পক্ষে কাজ করেছিল জাতীয় পার্টির বিগত সরকার।’

‘এসময় এরশাদ আরও বলেন, বর্তমান সরকার সংবিধান থেকে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসের ধারা বাদ দিয়েছে। প্রতিবাদ করলে তারা জানিয়েছে যে, নাস্তিকদের চাপেই এটা করতে বাধ্য হয়েছে। কিন্তু রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেওয়াটা আমি সমর্থন করিনি।’ 

আল্লামা জুনায়েদ বাবুনগরী বিবৃতিতে দাবি করেন, হেফাজতে ইসলামের অরাজনৈতিক দৃঢ় অবস্থানের কথা জেনে এরশাদ কোনো সমর্থন না পেয়ে ওইদিন বলেছিলেন,‘সমর্থন নয়, হুজুরের দোয়া নেওয়ার জন্যই এসেছি।’

এসময় এরশাদের মনের বাসনা কবুল যেন হয় এবং ইসলাম-মুসলমানদের পক্ষে যারা কাজ করবে, তাদের সাফল্যের জন্য দোয়া করেছিলেন বলে তিনি জানান। 

`এরশাদের বুলি চতুরতার অংশ` কলে উল্লেখ করে জুনায়েদ বাবুনগরী বলেন, ‘তার চাতুর্য্যতা (চাতুরি) বুঝতে কারও বাকি নেই। তিনি স্বৈরাচারী শাসনামল থেকেই ক্ষমতা ও ভোগবাদিতার জন্য নানা ডিগবাজি দেখিয়ে আসছেন।’

এরশাদকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘জনগণের বিশ্বাসভঙ্গের করুণ পরিণতি থেকে তিনি রেহাই পাবেন না।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া