adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অলিম্পিক গেমস সাঁতারে ৪০০ মিটারে স্বর্ণপদক জিতলেন অস্ট্রেলিয়ান টিটমাস

স্পোর্টস ডেস্ক : টোকিও অলিম্পিকে সাঁতারে ৪০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ান সাঁতারু আরিয়ার্ন টিটমাস। এই ইভেন্টে রিও দে জেনেইরোতে পদক জিতেছিলেন কেটি লেডেকি। রেকর্ড গড়ে। এ আসরে পেলেন রুপা।
সোমবার টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে ৩ মিনিট ৫৬ দশমিক ৬৯ সেকেন্ড সময় নিয়ে এ ইভেন্টে সেরা হয়েছেন

অস্ট্রেলিয়ার আরিয়ার্ন টিটমাস। ৩ মিনিট ৫৭ দশমিক ৩৬ সেকেন্ড টাইমিং নিয়ে রুপা পেয়েছেন যুক্তরাষ্ট্রের লেডেকি।
চীনের সাঁতারু বিংজি লি (৪ মিনিট ০১ দশমিক ০৮ সেকেন্ড) সময় নিয়ে পেয়েছেন ব্রোঞ্জ। অবশ্য এই টাইমিং নিয়েই এশিয়ান রেকর্ড গড়েছেন তিনি। অলিম্পিকের মুকুট খোয়ালেও এই ইভেন্টের বিশ্ব রেকর্ড ও অলিম্পিকের রেকর্ড দুটিই থাকল লেডেকির দখলে। ২০১৬ সালের রিওর আসরে ৩ মিনিট ৫৬ দশমিক ৪৬ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড দুটি গড়েছিলেন তিনি।

ব্রাজিলের আসরটি লেডেকি রাঙিয়েছিলেন দারুণভাবে। সেবার ব্যক্তিগত ও দলীয় মিলিটে চার ইভেন্টে সোনা জিতেছিলেন তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া