adv
৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চেক রিপাবলিকের ক্রেইচিকোভা জয় করলেন ফরাসি ওপেনের শিরোপা

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো টেনিসের মেজরে ফাইনালে উঠেই শিরোপা জয়ের উল্লাসে মাতলেন চেক রিপাবলিকের বারবোরা ক্রেইচিকোভা।

পাভলিউচেনকোভাকে হারিয়েছেন তিনি। পাভলিউচেনকোভাও ফাইনালে উঠেছিলেন প্রথমবার। দ্বিতীয় সেট জিতে ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত পেরে ওঠেননি ২৯ বছর বয়সী এই খেলোয়াড়। রোলাঁ গারোঁয় শনিবার ২৫ বছর বয়সী ক্রেইচিকোভা জেতেন ৬-১, ২-৬, ৬-৪ গেমে।

প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেও ম্যাচ শেষে উল্লাসে ফেটে পড়তে দেখা যায়নি ক্রেইচিকোভাকে। তবে তার কথায় ফুটে উঠল কতটা খুশি তিনি। আমি খুবই আনন্দিত। জয়টা উপভোগ করতে পেরেছি। সত্যিই আমি খুব খুশি। এটা ভাষায় বর্ণনা করা কঠিন। কারণ একটু আগে যা ঘটে গেল, আমি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করতে পারছি না গ্র্যান্ড স্ল্যাম জিতেছি। – বিডিনিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া