adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদেশে নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারতের মাটিতেই : বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় এ বছর অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর নিয়েও রয়েছে শঙ্কা। এরই মধ্যে ভেন্যু বদল হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। গত বছর অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও একই কারণে তা এক বছর পিছিয়ে যায়। এ অবস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানাল, কোনো বিকল্প নয়, ভারতের মাটিতেই হবে বিশ্বকাপ।

সম্প্রতি বিসিসিআইয়ের কর্মকর্তা ধীরাজ মালহোত্রা জানান, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে বিশ্বকাপের জন্য ভারতের বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে তৈরি রাখা হচ্ছে। তবে ঐ কর্মকর্তার এমন বক্তব্যে চটেছে বিসিসিআই। তারা জানিয়ে দিয়েছে, একজনের বক্তব্যে সবকিছু নিশ্চিত হয়ে যায় না। বিকল্প ভাবনা তৈরি রাখতে পারে একমাত্র গভর্নিং বডি। প্রতিযোগিতার ডিরেক্টরের সেই অধিকার নেই।

সংবাদ সংস্থা এএনআইকে বোর্ডের এক কর্তা বলেন, বিশ্বকাপ ভারতেই হবে। কোনো দ্বিতীয় বিকল্প নিয়ে এখনো আলোচনা হয়নি। গভর্নিং বডি বা
অ্যাপেক্স কাউন্সিলের কাছে বিকল্প ভাবনার কোনো খবর এখনো আসেনি। তাই বিশ্বকাপ সরতে পারে এরকম ভাবনাচিন্তাই অবাস্তব।

তিনি আরো বলেছেন, ‘ভারত অনেক বড় দেশ। এখানে অনেক স্টেডিয়াম আছে। বিকল্প কেন্দ্র খুঁজতে চাইলে দেশের ভেতরেই তা পাওয়া যেতে পারে। পরিস্থিতি ঠিক না হলে কোনো রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উপর চাপ দিতে চাই না আমরা। আইপিএলের আয়োজন থেকে শিক্ষা নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হবে। – জি নিউজ/ এএনআই

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া