adv
৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের কাছে হারলেও শচীনকে ৯৮ রানে আউট করে দুঃখ পেয়েছিলাম, বললেন শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক : ২০০৩ বিশ্বকাপে মুখোমুখি ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বের ম্যাচটিতে শচীন টেন্ডুলকারের ম্যাচজয়ী ইনিংসে হার মানতে হয়েছিল পাকিস্তানকে। ২৭৪ রান তাড়ায় দাপুটে ইনিংস খেলে দলকে জয় এনে দেন শচীন। তবে সেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে থাকতে ফিরেছিলেন তিনি। আউট হয়েছিলেন শোয়েব আখতারের বলে।

এতদিন পর শোয়েবের দাবি, তিনি চেয়েছিলেন সেঞ্চুরিটা হোক শচীনের। আর তাই ৯৮ রানে শচীনের আউট হওয়ায় দুঃখই পেয়েছিলেন পাকিস্তানি পেসার। – দেশরূপান্তর

সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ সেশনে পাকিস্তানের সাবেক পেসার বলেছেন, ‘৯৮ রানে শচীন ফেরায় বিষণœ হয়ে পড়েছিলাম। ওটা ছিল স্পেশাল ইনিংস। সেঞ্চুরি করা উচিত ছিল ওর। আমিও চেয়েছিলাম শচীন যেন শত রান করে। যে বাউন্সারে ও আউট হয়েছিল, তাতে আগের মতো শচীনকে ছয় মারতে দেখলেই খুশি হতাম। শোয়েবের বলে ইউনিস খানকে ক্যাচ দিয়ে ফিরেছিলেন শচীন।

ওয়াকার ইউনিসের পাকিস্তান সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৭৩ রান তুলেছিল। সেঞ্চুরি করেছিলেন সাঈদ আনোয়ার। খেলেন ১০১ রানের ইনিংস। জবাবে শচীনের ৭৫ বলে ৯৮ রানের বিস্ফোরক ইনিংস জয়ের ভিত গড়ে দেয় সৌরভ গাঙ্গুলীর ভারতকে। ১২ চারের সঙ্গে ১টি ছক্কা হাঁকান শচীন। পরে রাহুল দ্রাবিড়, মোহাম্মদ কাইফ ও যুবরাজ সিংয়ের ব্যাটে ২৬ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় তুলে নেয় ভারত। – জি নিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া