adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বিশাল জয়ে’ মোদিকে অভিনন্দন জানালেন সুষমা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ঊর্ধ্বতন নেতা ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে লোকসভা নির্বাচনের ‘বিশাল জয়ে’ জনগণকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এক টুইট বার্তায় মোদিকে অভিনন্দন জানান সুষমা। ওই টুইট বার্তায় তিনি লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি- বিজেপির জন্য এমন বিশাল জয় নিশ্চিত করায় আপনাকে অভিনন্দন। আমি জনগণের কাছে কৃতজ্ঞ।
ভারতে এখন সবগুলো আসনের ভোট গণনা চলছে। এর মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৪৪টি, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ৭৯টি, এমজিবি ২০টি এবং অন্যান্য দল ৯৯টি আসনে এগিয়ে আছে।

নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে ৫৪২টিতে ভোটগ্রহণ হয়। ক্ষমতায় আসতে যেকোনো দলকে ২৭১টি আসন পেতে হবে। বেসরকারি হিসাব অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এরই মধ্যে ২৭১টিরও বেশি আসনে এগিয়ে আছে। অর্থাৎ টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসার অপেক্ষায় আছে জোটটি।
অবশ্য এককভাবেও এগিয়ে আছে বিজেপি। এখন পর্যন্ত তারা ২৯১টি আসনে এগিয়ে আছে। অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্যও টার্গেট অতিক্রম করেছে তারা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2019
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া