adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এল ক্ল্যাসিকোর আগে ইনজুরিতে কাবু বার্সেলােনা

স্পোর্টস ডেস্ক : শুরুটা হয়েছিল স্যামুয়েল উমতিতিকে দিয়ে। তার পথে এবার থমাস ভারমালেন। আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়েছেন বার্সেলোনার এ বেলজিয়ান ডিফেন্ডার। দুই নির্ভরযোগ্য ডিফেন্ডারের চোট ভাবনায় ফেলছে স্প্যানিশ চ্যাম্পিয়নদের। এল ক্ল্যাসিকোর আগে রক্ষণদূর্গ ঘিরে দুশ্চিন্তা বাড়ছে ভালভার্দের।

বেলজিয়ামের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন ভারমালেন। চোট নিয়েই ফিরেছেন বার্সেলোনায়। ক্লাবটি জানিয়েছে দেড় মাসের আগে মাঠে ফেরা হচ্ছে না এ ডিফেন্ডারের।

ভারমালেনের আগে হাঁটুতে চোট পান উমতিতি। তার পায়ে অস্ত্রোপচার করাতে হবে। তাতে চলতি বছর আর মাঠে ফেরা হবে না তার।

মূল দলের দুই ডিফেন্ডারের চোটে বিপাকেই পড়েছে বার্সা। ২৮ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে কাতালানরা। তার আগে লা লিগায় সেভিয়া ও চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচ।

গুরুত্বপূর্ণ এ তিন ম্যাচে নির্ভর করার মতো কেবল দুই ডিফেন্ডারকে পাচ্ছেন বার্সা কোচ আর্নেস্টো ভালভার্দে। জেরার্ড পিকে ও চলতি মৌসুমে দলে ঢোকা ক্ল্যামেন্ট ল্যাংলেট। মাংসপেশিতে চোটের কারণে আগের দুই ম্যাচে খেলতে না পারা রাইটব্যাক সার্জিও রবের্তো পরের ম্যাচে ফেরার কথা থাকলেও আপাতত পর্যন্ত নিশ্চিত নয়।

লেফটব্যাকে জর্ডি আলবা আছেন ঠিকই। তার কাঁধে বারবার আক্রমণভাগে উঠে যাওয়ার দায়িত্ব থাকায় রক্ষণের বাঁপ্রান্ত প্রায় অরক্ষিতই থাকছে বার্সার। চলতি মৌসুমের আগে লুকাস দিনিয়ে এভারটনে চলে যাওয়ায় সমস্যাটা বেশ প্রকট হয়েছে।

ডিফেন্ডারদের খোঁজে মরিয়া হয়ে এখন বিকল্প দলগুলোর দিকে ঝুঁকতে হচ্ছে ভালভার্দেকে। বার্সা ‘বি’ টিমে খেলা লেফটব্যাক হুয়ান মিরান্ডা ও সেন্টারব্যাক হোর্হে কুয়াঙ্কা হতে পারেন বার্সা কোচের আপদকালীন পছন্দ।

আগামী শনিবার টেবিলের শীর্ষে থাকা সেভিয়ার মুখোমুখি হবে বার্সা। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানকে আতিথ্য দেবে দলটি। ২৮ অক্টোবর ম্যাচ রিয়ালের বিপক্ষে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া