adv
৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রমথ চৌধুরীর পৈত্রিক ভিটায় গ্রন্থাগার নির্মাণ

PROMOTHডেস্ক রিপাের্ট : বাংলা সাহিত্যের চলিত গদ্য রীতির প্রবর্তক, বিখ্যাত সাহিত্যিক প্রমথ চৌধুরীর পাবনার চাটমোহরের হরিপুরস্থ পৈত্রিক ভিটায় গ্রন্থাগার নির্মাণ কাজ শুরু হয়েছে। 

সোমবার (১০ জুলাই) সকালে এ নির্মাণ কাজ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।  

এ সময় প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি প্রভাষক ইকবাল কবীর রঞ্জু, সহ সভাপতি শামসুজ্জোহা, সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মমিন, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক রওশন, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন, অধ্যক্ষ মহিউদ্দিন মিঞা, সহঃ অধ্যাপক মোখলেছুর রহমান, প্রভাষক আব্দুল মজিদ, এস এম আলী আহম্মেদ, হাসিনুর রহমান উজ্জ্বল, ইশারত আলী, এম এ আলীম আব্দুল্লাহসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। 

স্থানীয়রা জানান, জেলা পরিষদ কর্তৃক বরাদ্দকৃত প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে এখানে একটি গ্রন্থাগার স্থাপন করা হচ্ছে। প্রসঙ্গত, দীর্ঘদিন যাবত লেখকের এ পৈত্রিক নিবাস অবৈধ দখলদারদের দখলে ছিল। ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের আবেদনের প্রেক্ষিতে গত ১৯ এপ্রিল জেলা প্রশাসন বাড়িটি অবৈধ দখল মুক্ত করে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া