adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রহরীকে পিষে ফেলল গাড়ি!

CARআন্তর্জাতিক ডেস্ক : চীনের গুয়ানডোং প্রদেশের ঘটনা। শেনঝেন এলাকায় একটি ভবনের ভেতরে মঙ্গলবার গাড়ি পার্কিং করতে চাইছিলেন চালক। কিন্তু সেখানে দায়িত্বরত এক নিরাপত্তারক্ষী কোনোভাবেই তা চাইছিলেন না। গাড়িটিকে থামাতে সে নানা চেষ্টাও করে।
তাতেও কাজ না হওয়ায় গোঁয়ার চালককে আটকাতে গাড়িটির সামনে শুয়ে পড়েন প্রহরী। ভেবেছিলেন আর যাই হোক জেনে শুনে তো জ্যান্ত মানুষের উপর গাড়ি তুলবেন না গোঁয়ার চালক।

কিন্তু গোঁয়ার বলে কথা! চালক জেনেশুনেই প্রহরীর উপর গাড়ি উঠিয়ে দেন। মানুষটি পিষ্ট হল কিনা সে চিন্তা বাদ দিয়ে চলেও যান। আর কাছেই স্থাপিত সিসি ক্যামেরায় সেই দৃশ্য ধারণ হয়ে যায়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে নিন্দার ঝড় ওঠে। অনেকেই জানতে চান সেই প্রহরী কি মারা গেছেন? তবে ভবনটির কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় বার্তাসংস্থা সাংহাইষ্ট সবাইকে আশ্বস্ত করেছে। জানিয়েছে, সেই প্রহরী কিছুটা আঘাত পেলেও এখন সুস্থ আছেন।

এদিকে, ভিডিওটি প্রকাশের পর প্রশাসনও তৎপর হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দোষীকে গ্রেফতারের প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া