adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনে অনিয়ম হলে ইসি ঘেরাও : রিজভী

মাহফুজউল্লাহ খাঁন সুমন : শনিবারের নির্বাচনে অনিয়ম হলে  নেতাকর্মীদের নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও করার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আগামীকালকের নির্বাচনে সরকারি দলের সমর্থকরা সন্ত্রাস-সহিংসতা ও ভোটকেন্দ্র দখলের তাণ্ডব চালালে জনগণকে সঙ্গে নিয়ে সরকারের গলগ্রহ নির্বাচন কমিশন ঘেরাও করা আপনাদের বিপ্লবী দায়িত্ব।শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। শনিবারের উপজেলা নির্বাচনকে সামনে রেখে সরকার পরিকল্পিতভাবে সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রের বাইরে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, সরকারি দল নিজেদের প্রার্থীদের জয়ী করতে প্রাণঘাতি সহিংসতার ওপর নির্ভর  করছে। জনগণ তাদের সঙ্গে নেই। রিজভী আরো বলেন, আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে এমন কোনো অবৈধ ও অন্যায় কাজ নেই যা করতে পারে না। ৫ জানুয়ারির নির্বাচনের পর নতুন মোড়কে বাকশাল কায়েম করে হিটলার মুসোলিনিকেও লজ্জায় ফেলেছে। বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, নির্বাচন কমিশন সরকারি দলের অন্যায় অপরাধকে নিঃশব্দে বৈধতা দিয়েছে। মতাসীন দলের প্রতি মতান্ধ নির্বাচন কমিশনের এই ধরনের নিঃস্বার্থ আত্মনিবেদন এর আগের কোন কমিশনই করেনি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, তাতী দলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া