adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউটিউবে শাকিব-বুবলির বাজিমাত

SAKIBবিনোদন ডেস্ক : ‘দিল দিল দিল’ শিরোনামের গানটি শাকিব-বুবলী অভিনীত  ‘বসগিরি’র প্রথম ছবি। গানটি ঢাকাই ছবির গানের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। গানটি  ইউটিউবে এক কোটি দর্শক দেখে ফেলেছেন এবং প্রতিনিয়ত বাড়ছে সে সংখ্য। এটি গত বছরের ৪ সেপ্টেম্বর আপলোড করা হয়। মাত্র ছয় মাসেই এ রেকর্ড করলো গানটি।

এ নিয়ে বেশ উচ্ছ্বসিত শাকিব-বুবলি। গানটি কথা লিখেছেন কবির বকুল এবং সুরসংগীত করেছেন শওকত আলী ইমন। কণ্ঠ দিয়েছেন ইমরান-কনা।

গানটি প্রসঙ্গে বুবলী বলেন, সত্যিই আমি অবাক হয়েছি। খুবই ভালো লাগছে। এতো অল্প সময়ে গানটি এতো জনপ্রিয় পাবে তা আশা করিনি। এ গানটির শুটিং হয় থাইল্যান্ড। মনোরম পরিবেশ ও শাকিব ভাইয়ের সাথে ক্যামেস্ট্রিটা বেশ জমেছে বলেই দর্শকরা এতো ভালোবাবে বিষয়টি নিয়েছে। গানটি মাত্র সাত মাসেই এ সাফল্যে সত্যিই মুগ্ধ করেছে।

 এই মুহূর্তে কী করছেন এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, এখন শাহাদত হোসেন লিটন পরিচালিত ‘অহংকার’ ছবিতে শাকিব ভাইয়ের সাথে  সিনেমা করছি। আশা করছি দর্শকদের আরও ভালো কিছু উপহার দিতে পারবো। সবার কাছে দোয়া চাই।

https://www.youtube.com/watch?v=9xQW1TdRn-U

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া