adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফারুকীর ডুব নিয়ে বিতর্ক, নাকি পুরোটাই প্রচারণার কৌশল

DUBবিনােদন ডেস্ক : ডুব নিয়ে বিস্তর জল ঘোলা হচ্ছে। এতে লাভ আসলে জাজ মাল্টিমিডিয়া ও ফারুকী সাহেবেরই হচ্ছে। ফ্রি'তে ব্যাপক পাবলিসিটি! ‘ডুব’ হুমায়ুন আহমেদের বায়োপিক হতে পারে, তাতে শাওনের এত জ্বলছে কেন? হুমায়ুন আহমেদ কি শাওনের একার? ধরলাম হুমায়ুন আহমেদের আগের বৌয়ের সাথে উনার ডিভোর্স হয়ে গেছে, কিন্তু চারজন সন্তান তো আছে। বায়োপিক হলে তো নুহাশ, শীলা, বিপাশা, নোভা ও তাদের মায়ের ঘটনাও দেখানো হবে। তবে তারা চুপ কেন? তারা কি অবুঝ? নাকি তারা শাওনের চেয়ে কম শিক্ষিত। তারা প্রত্যেকেই তো পিএইচডি ডিগ্রীধারী।

শাওন লাফাচ্ছেন, কারন হতে পারে ‘ডুব’ মুভিতে হয়তো শাওনের চরিত্র একটু নেগেটিভভাবে দেখানো হয়েছে। শাওন তো ধোয়া তুলসী পাতা। হুমায়ুন আহমেদের অমর লেখা গুলোর নাটক/সিনেমা বানিয়ে বারোটা বাজাচ্ছেন। ‘কৃষ্ণপক্ষ’ উপন্যাসটাকে সিনেমা বানিয়ে ডাস্টবিনে ফেলেছেন। একের পর এক সব ভালো লেখা গুলো শেষ করার খেলায় মেতেছেন।

কলকাতায় হুমায়ুন আহমেদের ‘দেবী’ চুরি করে কী এক সিনেমা বানানো হলো! তখন শাওনের দাপট কই ছিলো? তখন কাকে চিঠি দিয়েছিলেন, সিনেমা ব্যান করার জন্য? দর্শক ‘ডুব’ দেখলে শাওনের গোপন কাহিনী ফাঁস হয়ে যাবে কি?

আমাদের দেশের সেন্সরবোর্ড এমনিতেই নাচুনী বুড়ি, শাওন আরো দিলেন ঢোলের বাড়ি। শাওনের হয়তো খায়েশ ছিলো, ইমপ্রেস টেলিফিল্মকে পুঁজি করে হুমায়ুন আহমেদের জীবনী নিয়ে একখানা সিনেমা বানাবেন। সেখানে তিনি অভিনয় করবেন নায়িকা চরিত্রে। খুবই সুস্বাদু মশলা যুক্ত সিনেমা। শাওনের ইচ্ছা পূর্ণ হলোনা। তাই লেগেছেন ডুবের পেছনে।

তবে একটা কথা বলতেই হয়, সেন্সরবোর্ড-এর যদি সেন্স কিছুটাও থাকে, ‘ডুব’ তাদের মুক্তি দিতেই হবে। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘ঘেটুপূত্র কমলা’ যেভাবে মুক্তি দিয়েছিলেন, ঠিক সেভাবে। ব্রেকিং নিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া