adv
৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশাল বুলসের মালিক ফারুক আজীবন বহিস্কৃত

Borishal 1জহির ভূইয়া ঃ বিপিএলে অংশগ্রহনকারী দল বরিশাল বুলসের মালিক ফারুক। এশিয়া কাপের ফাইনালে মারপিট করার কারনে বিসিবি আনুষ্ঠানিক ভাবে আজ এ ঘোষনা দিয়েছে। এশিয়া কাপের ফাইনাল ম্যাচের দিন মারামাটির ঘটনা ঘটিয়ে আজীবনের জন্য বহিষ্কৃত হয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল বরিশাল বুলস এর মালিক এবং এক্সজিউমস টেকনোলোজির স্বত্বাধিকারী রিজওয়ান বিন ফারুক।

ক্রিকেটের সব ধরনের কর্মকাণ্ড থেকে রিজওয়ান বিন ফারুককে শনিবার বহিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর ডিসিপ্লিনারি কমিটি। ফলে ক্রিকেটের কোনো কর্মকাণ্ডেই অংশ নিতে পারবেন না বরিশাল বুলসের মালিক। এশিয়া কাপের ফাইনালেই লজ্জাজনক এক ঘটনা ঘটান রিজওয়ান। এশিয়া কাপের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চের পাশে মারামারির কাণ্ড ঘটিয়েছিলেন রিজওয়ান। এশিয়া কাপের সম্প্রচারস্বত্ব কেনা প্রতিষ্ঠান টোটাল স্পোর্টসের মার্কেটিং প্রধান মঈনুল হক চৌধুরীর গায়ে হাত তোলেন তিনি। পাশে থাকা বিসিবি’র কয়েকজন পরিচালক এসে তাকে ফারুকেকে শান্ত করেন। এরপর দ্রুত স্টেডিয়াম ত্যাগ করেন বরিশাল বুলসের কর্নধার। এ সময় পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেও। তিনি ছাড়াও বেশ কয়েকজন ক্রীড়া সাংবাদিক ও বিসিবির অন্যান্য পরিচালকের দৃষ্টিগোচর হয় এ ঘটনাটি। আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন সময়ে এমন ঘটনায় বিসিবির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেই তাকে আজীবনের এই নিষেধাজ্ঞার ঘোষনা দিয়েছে বিসিবি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া