adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লিটারে ১৮ টাকা কমল ফার্নেস অয়েলের দাম

FARNISনিজস্ব প্রতিবেদক : প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১৮ টাকা কমিয়েছে সরকার।
 
৩১ মার্চ বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে ফার্নেস অয়েলের নতুন মূল্য কার্যকর হয়। নতুন দাম অনুযায়ী ৬০ টাকার পরিবর্তে প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম হবে ৪২ টাকা।
 
 বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।
 
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আহসানুল জব্বার বলেন, ‘মূল্য অনুযায়ী প্রতি লিটার ফার্নেস অয়েল দাম ৪২ টাকা, আগের দাম ৬০ টাকা।’
 
আন্তর্জাতিক বাজারে দফায় দফায় জ্বালানি তেলের দাম কমলেও দেশের বাজারে সরকার কোনো ধরনের জ্বালানি তেলের দাম কমায়নি। যদিও বিভিন্ন মহল থেকে জ্বালানি তেলের দাম কামনোর দাবি রয়েছে। সেই প্রেক্ষাপটে সরকার ফার্নেস অয়েলের দাম কমাল।
 
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দাম কমার কারণে ফার্নেস অয়েলভিত্তিক সরকারি বিদ্যুতকেন্দ্রগুলোতে সরকারের ভর্তুকি কমে আসবে।
 
গত মঙ্গলবার বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের জানিয়েছিলেন বাকি জ্বালানি তেলের (ডিজেল, পেট্রোল) দাম কমানোর ব্যাপারটি সরকার যাচাই-বাছাই করছে।
 
প্রসঙ্গত, বিদ্যুতকেন্দ্রে ফার্নেস অয়েল ব্যবহৃত হয়। এ ছাড়া শিল্পকারখানা, জাহাজে এ জ্বালানি ব্যবহার হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া