adv
৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৪০ গারো ও হাজং নারীকে উদ্ধার

GAROডেস্ক রিপোর্ট : চৈত্র সংক্রান্তির মেলায় সীমান্ত পার হয়ে ভারতে চলে যাওয়ায় দেশটির পুলিশের হাতে আটক ৪০ জন গারো ও হাজং নারীকে ফিরিয়ে এনেছে নেত্রকোনা ১১ বিজিবি ব্যাটালিয়নের বিজয়পুর বিওপি।

১৪ এপ্রিল বৃহস্পতিবার এক বিবৃতিতে বিজিবি সদরদপ্তর জানায়, গতকাল বুধবার দুপুর সোয়া ২টার দিকে ওই আদিবাসী নারীরা ভারতীয় পুলিশের হাতে আটক হয়। এই ঘটনা জানার পর বিএসএফের সাথে যোগাযোগ করে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করে বিজিবি।

বৃহস্পতিবার সোয়া ১টার দিকে বাংলাদেশের পক্ষে দুর্গাপুর থানার ওসি, দুই জন এসআই, দুই জন নারী কনস্টেবল, ভারতের পক্ষে বাঘমারা থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর, দুই জন নারী কনস্টেবল, বিজিবি ও বিএসএফ এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বরদের উপস্থিতিতে আটকদের হস্তান্তর করা হয়।

তাদের পার্শ্ববর্তী পুলিশ ক্যাম্পে নিয়ে পরবর্তীতে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া