adv
৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টটেনহ্যামের কাছে হারল সিটি

manchester+cityস্পোর্টস ডেস্ক : পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ালেও শেষ রক্ষা হয়নি ম্যানচেস্টার সিটির। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে টটেনহ্যামের কাছে ২-১ গোলে হেরেছে মানুয়েল পেল্লেগ্রিনির দল।

রোববার ম্যাচের ৫৩তম মিনিটে ইতিহাদের সমর্থকদের হতাশায় ডুবিয়ে টটেনহ্যামকে এগিয়ে নেন হ্যারি কেইন। পেনাল্টি থেকে ম্যানচেস্টার সিটি গোলরক্ষক জো হার্টকে ছিটকে দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি।

টটেনহ্যামের আক্রমণ ঠেকাতে গিয়ে রাহিম স্টারলিংয়ের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। অবশ্য রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক আছে। স্টারলিং পিঠ দিয়ে বল আটকানোর চেষ্টা করেছিলেন; টিভি রিপ্লেতে হ্যান্ডবল পরিষ্কার বোঝা যায়নি। কিন্তু টটেনহ্যামের খেলোয়াড়দের পেনাল্টির জোরালো আবেদনে সাড়া দেন রেফারি।

ইয়াইয়া তুরের ফ্রি-কিক পোস্টে প্রতিহত হলে হতাশা আরও বাড়ে স্বাগতিকদের। তবে ৭৪তম মিনিটে সমতায় ফেরে সিটি। বাম দিক থেকে দেওয়া গায়েল ক্লিশির ক্রসে প্লেসিং শটে গোলটি করেন কেলাসি ইয়েনাচো।

স্বাগতিকদের সমতায় ফেরার স্বস্তি বেশিক্ষণ টেকেনি। ৮৩তম মিনিটে এরিক লামেলার থ্রু বল ধরে স্কোরলাইন ২-১ করে দেন ক্রিস্টিয়ান এরিকসেন। শেষ পর্যন্ত চলতি লিগে পঞ্চম হার নিয়ে মাঠ ছাড়তে হয় আগুয়েরো-সিলভাদের।

দারুণ এই জয়ে ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে রয়েছে টটেনহ্যাম। ৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ সিটি।

দিনের প্রথম ম্যাচে নিজেদের মাঠে আর্সেনাল ২-১ গোলে লেস্টার সিটিকে হারায়। ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লেস্টার। ৫১ পয়েন্ট নিয়ে আর্সেনাল রয়েছে তৃতীয় স্থানে।

আগের ম্যাচে অ্যাস্টন ভিলার মাঠ থেকে ৬-০ গোলের জয় নিয়ে ফেরা লিভারপুল ৩৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে।
  

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া