adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অনিশ্চয়তার মুখে কাতার বিশ্বকাপ ফুটবল, বললেন উয়েফা প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব ২০২২ সালের কাতার বিশ্বকাপের আয়োজনেও পড়তে পারে বলে আশঙ্কা করছেন উয়েফা প্রেসিডেন্ট। এদিকে করোনার প্রভাব সত্ত্বেও আগামী জুনে ফুটবল লিগ শুরু করার ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ড। জাপানে পরিবারসহ লকডাউনের সময়টা উপভোগ করছেন বলে জানিয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা।
বর্তমান সময়টা কারো পক্ষেই নেই। প্রতিকূল পরিস্থিতিতে হিমশিম খাচ্ছে সবাই। এমন অবস্থায় থমকে আছে ক্রীড়াঙ্গনও। মাঠে গড়াচ্ছে না কোন ধরণের ফুটবল। যার ফলে ছন্নছাড়া ফুটবলের ক্যালেন্ডার। বর্তমান পরিস্থিতির কারণে ক্ষতির মুখে পড়েছে ফুটবল বিশ্ব। এর প্রভাব থাকতে পারে আরো কয়েক বছর। এমন আশঙ্কা উয়েফার নির্বাহী কর্মকর্তাদের। শুধু তাই নয়, দীর্ঘমেয়াদি ক্ষতিরও আশঙ্কা তাদের।
ইতিমধ্যে ইউরোপের ঘরোয়া লিগগুলোর চলতি মৌসুম সমাপ্তির পথে। স্থগিত করা হয়েছে ইউরো ২০২০। সময় নির্ধারণ করা হয়নি ফ্রান্সের পরবর্তী শীর্ষ লিগগুলোরও। কবে শুরু হবে তা নিয়ে ধোঁয়াশায় সবাই। তবে এতসব অনিশ্চয়তার মধ্যে সবচেয়ে বড় অনিশ্চয়তা হলো ২০২২ কাতার বিশ্বকাপ নিয়ে। করোনার প্রভাব পরবর্তী বিশ্বকাপ আয়োজনেও প্রভাব ফেলতে পারে এমন উদ্বেগের কথা জানিয়েছেন উয়েফা সভাপতি আলেক্সানডার সেফেরিন।
এদিকে কোভিড নাইন্টিনের প্রভাবে যখন শূন্যতা ভর করেছে ক্রীড়াঙ্গনে, ঠিক তখন মাঠে ফেরার ঘোষণা দিলো সুইজারল্যান্ড। আগামী জুনে সুইস সুপার লিগ শুরু করার সম্ভাবনার কথা জানিয়েছে দেশটি। তবে তা সরকারের সবুজ সংকেত পাওয়ার ওপর নির্ভর করছে। তবে এ বিষয়ে মে মাসের শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটি।
এদিকে, লকডাউনের সময় মাঠে খেলা না থাকলেও ভিন্নভাবে সময়টা উপভোগ করছেন ফুটবলাররা। জাপানে পরিবারসহ সময় কাটাচ্ছেন স্পেনের আন্দ্রেস ইনিয়েস্তা। এই মুহূর্তে জাপানের কোবেতে আছেন বার্সেলোনার সাবেক এই তারকা।
বার্সেলোনা ছেড়ে এখন জাপানের পেশাদার লিগ ক্লাব ভিসেল হয়ে খেলছেন এই স্প্যানিশ তারকা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া