adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহে সাংবাদিক গ্রেপ্তার, বিপুল অস্ত্র-সরঞ্জাম উদ্ধার

mymensingh_112824ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহ:ময়মনসিংহের ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরী এলাকায় ‘দৈনিক জাহান’ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শেখ মেহেদী হাসান নাদিমকে আটক করা হয়েছে। একই সময়ে রাসেল নামের তাঁর এক সহযোগীকেও আটক করা হয়।

গতকাল শনিবার  রাত ৩টার দিকে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তারের পর ওই দুজনের কাছ থেকে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন ময়মনসিংহ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী।

ডিবির ভাষ্য, নাদিমের বাসায় অস্ত্র আছে গোপন সূত্রের ভিত্তিতে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। ওই সময় তিনটি বিদেশি পিস্তল, ১৫টি গুলি, চায়নিজ রাইফেলের তিনটি বাঁট, নয়টি সামুরাই তলোয়ার, দুটি ব্রিফকেসভর্তি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম, বিপুল পরিমাণ মাদক ও এসিড উদ্ধার করা হয়।

জেলা ডিবির ওসি ইমারত হোসেন গাজী জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে বিসিক শিল্পনগরীর বাসায় অভিযান চালানো হয়। পরে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁরা নিজেদের অস্ত্র ব্যবসায়ী বলে দাবি করেছেন।  

ইমারত হোসেন আরো জানান, নাদিমের বাসার নিচতলায় মিনি অস্ত্রের কারখানা ছিল। সেখান থেকে অস্ত্র কেনাবেচা হতো।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া