adv
৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অর্থ লেনদেনের মামলায় তারেক রহমানের বিরুদ্ধে সমন জারির নির্দেশ

Tarak-rohamanনিজস্ব প্রতিবেদক : বিদেশে অর্থ লেনদেনের অভিযোগে করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নতুন করে সমন জারির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে বহুল প্রচারিত একটি ইংরেজি দৈনিক ও একটি বাংলা দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
 
মঙ্গলবার দুদকের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
 
তিনি জানান, এই মামলার পরবর্তী আদেশের জন্য আগামী ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
 
এর আগে গত ৩ জানুয়ারি তারেকের খালাস দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানির দিন ধার্যের জন্য আবেদন করেন দুদক।
 
২০১৩ সালের ৭ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তারেকের নিম্ন আদালতের খালাসের রায় বাতিল চেয়ে আপিলটি দায়ের করেন। 
 
একই বছরের ১৭ নভেম্বর মামলা থেকে তারেক রহমানকে খালাস দেন ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মো. মোতাহার হোসেন। তবে তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড ও ৪০ কোটি টাকা জরিমানা করা হয়।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া