adv
১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরিষা ফুলের চাদরে ঢাকা পড়ছে নীলফামারী

FLOWERডেস্ক রিপোর্ট :  শেষ অগ্রহায়নে এসে এবং পৌষের আগমনে প্রাকৃতিক রূপ যেনো বদলে যেতে শুরু করেছে। সবুজ শ্যামল প্রকৃতির ষড়ঋতুর এই দেশে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেমনি প্রকৃতির রূপ বদলায়, তেমনি বদলায় ফসলের মাঠ। 

কখনো সবুজ, কখনো সোনালী, কখনো বা হলুদ। সেরকমই ফসলের মাঠে পরিবর্তনের ছোঁয়া লেগেছে উত্তরাঞ্চলের নীলফামারীসহ তার পার্শ্ববর্তী এলাকাজুড়ে। ফলে এই জনপদ যেন হলুদ সরিষা ফুলের চাদরে ঢাকা পড়ছে। গাঢ় হলুদ বর্ণের সরিষার ফুলে ফুলে মৌ মাছিরা মধু সংগ্রহের জন্য গুন গুন করছে। 

চলছে মধু আহরণের পালা। শীতের শিশির সিক্ত মাঠভরা সরিষা ফুলের গন্ধ বাতাসে ভাসছে। মানুষের মনকে করছে পুলকিত। সরিষার ক্ষেতগুলো দেখে মনে হয় কে যেন হলুদ চাদর বিছিয়ে রেখেছে। মাঠে মাঠে দিগন্ত জুড়ে সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য শীতকালকে ফুটিয়ে তুলেছে।

নীলফামারী কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহসিন রেজা রূপম জানান, ‘অন্যান্য ফসলের মত সরিষা চাষের দিকে কৃষকরা ঝুঁকে পড়েছে। গত বছরের চেয়ে এবার ভাল ফলন পাবেন বলে তারা আশাবাদী। বাজারে সরিষা দাম ভাল যাচ্ছে। এ ছাড়া সরিষা তেলের দামও অনেক বেশি। আমনে কৃষকরা কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে স্বল্পমেয়াদী ফসল হিসাবে সরিষা চাষে তারা ঝাঁপিয়ে পড়েছে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া