adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির পলাতক নেতাদের গ্রেফতার করে না পুলিশ

BnP_mamla_1ডেস্ক রিপোর্ট :  নাশকতার একাধিক মামলায় বিএনপির অনেক কেন্দ্রীয় নেতাকে পলাতক দেখিয়ে বিভিন্ন সময় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। তবে পরোয়ানা জারির পরও তাদের গ্রেফতার করছেন না পুলিশ। ফলে আদালতের আদেশের কোনো মূল্যায়নই হচ্ছে না।
সংশ্লিষ্ট থানায় গ্রেফতারি পরোয়ানাসমূহ তামিলের জন্য পাঠিয়ে দেন আদালত। গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের প্রতি নির্ধারিত দিনে পলাতক আসামিদের ‍বিরুদ্ধে আদালতে কোনো প্রতিবেদনও দাখিল করা হয় না।
পরোয়ানাভুক্ত বিএনপির শীর্ষ নেতারা হলেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, সেলিমা রহমান, যুগ্ম-মহাসচিব রবকত উল্লাহ বুলু, ঢাকা মহানগরের মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও আজিজুল বারী হেলাল। এ ছাড়া বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও প্রেস সচিব মারুফ কামাল খান সোহেলের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম বলেন, ‘আদালত থেকে যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় তা তামিল করার দায়িত্ব আমাদের পুলিশের। এই গ্রেফতারি পরোয়ানা সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়। থানা থেকে একজন কর্মকর্তাকে পরোয়ানা তামিলের দায়িত্ব দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা তামিলের জন্য প্রতিনিয়ত আমাদের অভিযান ও চেষ্টা অব্যাহত রয়েছে। যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তারা আত্মগোপনে বা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয় না। পলাতক আসামির গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে, তাদের গ্রেফতার করা মাত্রই আদালতে পাঠানো হবে।’
ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু বলেন, ‘আদালত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। কিন্তু পুলিশ তাদের গ্রেফতার করছে না। পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে হাজির না করায় আদেশের কোনো মূল্যায়নই থাকছে না। পুলিশের উচিত তাদের গ্রেফতার করে বিচারের জন্য সোপর্দ করা।’
এ প্রসঙ্গে বিএনপির আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বলেন, ‘বিএনপির নেতারা যাতে পৌরসভা ও ইউনিয়ন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সে জন্য এ গ্রেফতারি পরোয়ানা। আদালতে নেতারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। আমরা আদালতে গিয়েও ন্যায়বিচার পাচ্ছি না।’
বিএনপির আরেক আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ বলেন, ‘মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বিএনপির নেতাদের ‍বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে। স্বাধীন দেশে আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছি।’
এক পরোয়ানা ২৮ জনের বিরুদ্ধে
২০১৫ সালের ৮ জুলাই মিরপুরে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ ২৮ জনকে পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ। গ্রেফতারি পরোয়ানা জারি করা ব্যক্তিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপির প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নীরবসহ ২৮ জন।
আব্বাসের বিরুদ্ধে পরোয়ানা –
মিরপুর থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় ২০১৫ সালের ৩০ আগস্ট অভিযোগপত্র আমলে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে ঢাকা মহানগর হাকিম আদালত।
খোকাসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
২০১৫ সালের ২৯ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ।
গ্রেফতারি পরোয়ানা জারি করা বাকি তিনজন হলেন মোতালেব হোসেন, ফারুক হোসেন ও শাহবুদ্দিন শাবু।

সেলিমা-শওকত-শিমুলদের বিরুদ্ধে পরোয়ানা –
২০১৫ সালের ২৫ আগস্ট খিলগাঁও থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, বিশেষ সহকারী শিমুল বিশ্বাসসহ ১৪ জনকে পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর হাকিম আদালত।
অপর আসামিরা হলেন বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু, বিএনপি নেতা হাবিব-উন-নবী খান সোহেল, আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু, সরাফত আলী সফুসহ ১৪ জন। দ্য রিপোর্ট

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া